E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় এবার ৬৯০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা 

২০২২ সেপ্টেম্বর ২৬ ১৭:২৭:৫৫
মাগুরায় এবার ৬৯০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গা পূজা 

দীপক চক্রবর্তী, মাগুরা : আসন্ন দূর্গাপুজা উপলক্ষে মাগুরার প্রতিমা কারিগররা ব্যস্ত সময় পার করছেন। গতকাল রবিবার ছিল শুভ মহালয়া। মহালয়ের পর প্রতিটি প্রতিমাতে তুলির শেষ ছোয়াসহ অন্যান্য কাজগুলি নিয়ে প্রতিমা কারিগররা দিনরাত পরিশ্রম করে চলেছেন। এবার জেলায় ৬৯০ টি মণ্ডপে উদযাপন হতে যাচ্ছে শারদীয় দুর্গা পূজা উৎসব।

জেলা পূজা উদযাপন পরিষদেও সভাপতি বাসুদেব কুন্ডু ও সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত জানান, এবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলায় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিমার শেষ কাজ প্রস্তত করতে প্রতিমা কারিগররা ব্যস্ত সময় পার করছেন। এবার সদরে পৌরসভাসহ ২৫৪টি, শ্রীপুরে ১৫০টি, মহম্মদপুরে ১২৫টি ও শালিখায় ১৬১টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ করবে। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-আনসার সদস্যের পাশাপাশি অতিরিক্ত স্বেচ্ছাসেবক টিম কাজ করবে। এবার আবহাওয়া ও পরিবেশ ভালো থাকার কারণে পূজার পাশাপাশি মণ্ডপ এলাকা সংলগ্ন চলবে মেলা।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা – আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবার দুর্গা পূজার মণ্ডপ পরিদর্শন করবেন। এখন পর্যন্ত জেলার কোন পূজা মণ্ডপে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসন সর্বদা আমাদের সহযোগিতা করছেন।

(ডিসি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test