E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাণীনগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

২০২২ সেপ্টেম্বর ২৬ ১৭:৫০:১৫
রাণীনগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

নওগাঁ প্রতিনিধি : আজ সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে নওগাঁর রাণীনগরে রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মীর হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। রাণীনগর স্টেশনে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত ব্যবসায়ী মীর হোসেন উপজেলার সিম্বা গ্রামের মৃত করিম ফকিরের ছেলে। তিনি সিম্বা বাজারে মুদির দোকান করতেন।

প্রত্যক্ষদশী ও পুলিশ জানায়, রাণীনগর স্টেশনের এক নম্বর প্লাটফর্মের দক্ষিণ দিকে মীর হোসেন ঘোরা-ফেরা করছিল। এমতাবস্তায় দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেন রাণীনগর স্টেশন অতিক্রম করার সময় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি। এতে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। তবে ব্যবসায়ী মীর হোসেন কি কারনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তা সঠিক বলতে পানেনি কেউ।

সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম জানান, বিভিন্ন সূত্রে আমরা জানতে পারি ব্যবসায়ী মীর হোসেন ঋণগ্রস্ত ছিলেন। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে- তিনি ঋণগ্রস্ত হয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান ওসি।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২২)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test