E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে আইন সহায়তা দিবস উদ্যাপন

২০১৪ এপ্রিল ২৮ ১৪:৩৩:১২
নোয়াখালীতে আইন সহায়তা দিবস উদ্যাপন

নোয়াখালী প্রতিনিধি : “গরিবের মামলার ভার-বহন করে সরকার” শ্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে আইন সহায়তা দিবস উদ্যাপন হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়ার নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি জেলা জজ কোর্টের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় জজশীপের বিচারক, কর্মকর্তা-কর্মচারি, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারি, আইনজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার পাঁচশতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান দোলা, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা চেয়ারম্যান আবদুর রহিম, সাধারন সম্পাদক তাফছির হোসেন, জিপি মানসুরুল হক খসরু, পিপি এটিএম মহিব উল্যাহ, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলোমগীর ইউসুফ, ব্লাস্টের সমন্বয়কারী এডভোকেট নূরুজ্জামান, ব্র্যাকের প্রতিনিধি জিএম সোহেব হোসেন ও আইনজীবী সহকারী সমিতির সভাপতি শাহ্ আলম, জজশীপের বিচারক, আইনজীবীসহ বিভিন্ন কর্মকর্তারা বক্তব্য রাখেন।

সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিনিয়র সহকারী জজ রাজীব কুমার বিশ্বাস ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমাইয়া রহমান।

সভায় জেলা ও দায়রা জজ বলেন, যারা গরীব-অসহায় তাদের সার্বিক আইনী সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর। নিরাপরাধ মানুষ যাতে বিনা বিচারে শাস্তি না পায় বা সহায়-সম্বর হারাতে না হয় সে জন্য বিচার বিভাগের সংশ্লিষ্টরা এগিয়ে আসবে। তিনি জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান হিসেবে সার্বক্ষণিক অসহায়দের আইনী সহযোগিতা দিতে সচেষ্ট রয়েছেন। যেকোন সহযোগিতায় তাঁকে সাধারণ মানুষ পাশে পাবেন বলেও আশ্বাস দেন। এ ছাড়া তিনি আইন সহায়তা দিবসের তাৎপর্য সম্পর্কেও আলোচনা করেন।

সভা শেষে গরীব মানুষদের আইন সহায়তা প্রদানে সেরা প্যানেল আইনজীবী শুক্লা সাহা, আলাউদ্দিন ও আলাউর রহমানকে জেলা জজ ক্রেস্ট দিয়ে পুরষ্কৃত করেন।


(জেএইচবি/এটি/এপ্রিল ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test