E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

২০২২ সেপ্টেম্বর ২৮ ১৯:১৩:৩৩
বগুড়ায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষ্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের সকল ধর্মীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে 'সম্প্রীতি সমাবেশ' অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্তী।

আজ বুধবার বিকাল পাঁচটায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর, বিভিন্ন মসজিদের ইমাম, হিন্দু ধর্মীয় পুরোহিত, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সমাজসেবক, চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গাপূজা পালনে সকলের সহযোগিতা কামনায় সম্প্রীতি সমাবেশে বক্তাবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

সমাবেশের সভাপতি ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্ত্তী বলেন, আজান ও নামাজের সময় এবং রাত বারোটার পর মন্ডপের পূজার ঢাক সহ মাইক বন্ধ রাখার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বজায় রাখতে হবে। খেয়াল রাখতে হবে কারো যেন সমস্যা না হয়। যেকোন সমস্যায় একে অপরের পাশে দাঁড়াতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ে সরকারি নির্দেশনা মেনে যথাযোগ্য মর্যাদায় শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করছি। সেইসঙ্গে উৎসবের আমেজ বজায় রেখে অতীতের মতো দুর্গাপূজা সফলে সবাই একসঙ্গে কাজ করে যাবো।

কালিতলা মদিনা মসজিদের ইমাম মাওলানা আনিছার রহমান তাঁর বক্তব্যে এই মহতী উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, রাসুল (সাঃ) বলেছেন কাউকে জোর করে মুসলমান বানিও না, যার ধর্ম তাঁকে পালন করতে দাও। সম্প্রীতি বজায় রাখো। তিনি আরো বলেন, ইসলামে জঙ্গীবাদের কোন সুযোগ নেই। আজান এবং নামাজের সময় পূজার মাইক বন্ধ রাখা একটি সম্প্রীতির বার্তা। একসময় হিলফুল ফুজুল সংগঠন গড়া হয়েছিল সম্প্রীতি বজায় রাখার স্বার্থে। অত্র ওয়ার্ডের কাউন্সিলর কবিরাজ তরুন কুমার চক্রবর্ত্তী যে মহতী উদ্যোগ নিয়েছেন তা সব ওয়ার্ডে থাকলে সম্প্রীতির বন্ধন আরো চমৎকার হবে। কেউ সমস্যা সৃষ্টি করার সুযোগ পাবে না।

বগুড়া কটনমিল মসজিদের ইমাম মমতাজ উদ্দিন বলেন, রাসুল (সাঃ) এর লিখিত সংবিধানের একটি ধারায় আছে একটা দেশে শুধু মুসলিম থাকবে না, সব ধর্মের মানুষ বসবাস করবে। সেইসঙ্গে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবেন। মহানবী (সাঃ) সব ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে যে সম্প্রীতির নজির রেখে গেছেন তা সারাবিশ্বের মানুষের জন্য অনুসরণীয়।

৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রশিদ জিমু বলেন, আমরা সবাই সবসময় একত্রিত। আমরা সবাই ভাইভাই। ফতেহ আলী মাজারের গেটে মন্দির বগুড়া শহরের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। সম্প্রীতির এই উদাহরণ আমাদের মেনে চলতে হবে।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল হক ডালু বলেন, মুসলিম হিসেবে আমাদেরও দায়িত্ব আছে যেন হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনেরা তাদের শারদীয় দুর্গাপূজা ভালোভাবে পালন করতে পারে। এই ওয়ার্ডের কাউন্সিলর তরুন কুমার চক্রবর্ত্তী যে উদ্যোগ নিয়েছেন সেজন্য তাঁকে ধন্যবাদ জানাই।

সাংবাদিক আব্দুর রহিম বগড়া বলেন, বগুড়া শহরের ৩নং ওয়ার্ডে ১১টি পূজা মন্ডপে এবার পূজা অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডের কালিতলায় রাম বাবুর চপ ও বিরিয়ানির দোকানে হিন্দু-মুসলিমের ভিড় প্রমাণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন কতোটা অটুট। এই সম্প্রীতির বন্ধন আমরা নষ্ট করতে দিবো না। এখানে যারা উপস্থিত তারা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে অশুভ শক্তির ষড়যন্ত্র এদেশের মানুষ সফল হতে দেবেনা। এই মহতী উদ্যোগের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ।

বায়তুল নাজাত মসজিদের ইমাম শেখ ফরিদ উদ্দিন বলেন, বাংলাদেশে সকল ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মাঝে সম্প্রীতির যে বন্ধন তা সারা পৃথিবীতে উদাহরণ। এই উদাহরণ আমরা নষ্ট হতে দেবো না।

মুক্তিযোদ্ধা আব্দুর রউফ বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে অংশ নিয়েছি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা বদ্ধ পরিকর।

মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ভোলা বলেন, আমরা মুক্তিযোদ্ধারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে অংশ নিয়েছি। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এই দেশে বসবাসরত সকল ধর্ম ও জাতিগোষ্ঠীর এই বাংলাদেশ।

শিববাটি শিবসংঘের সভাপতি উৎপলেন্দু দেব বাচ্চু বলেন, আমরা যদি যার যার ধর্ম সঠিক ভাবে পালন করি তাহলে এক ধর্মের সঙ্গে অন্য ধর্মের সমস্যা হবার সুযোগ নেই। ৩নং ওয়ার্ডে সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ আছে তা আমরা বজায় রাখতে সবাই একে অপরকে সহযোগিতা করবো।

সম্প্রীতি সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ডা. গোলাম সাকলায়েন, প্রোকৌশলী হৃদয় চন্দ্র দাস, কাটনার পাড়া সমাজসেবা সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম রাব্বানী জাকী এবং প্রচার সম্পাদক সৈয়দ ঝন্টু মিয়া, সমাজসেবক আলহাজ্ব সামশুল আরেফিন সোহেল, শামীম আহম্মেদ খন্দকার, লিও সাব্বির আহমেদ সেতু, রহমাতুল ইসলাম মনির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কোয়েল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সমাবেশের শেষে উপস্থিত বিভিন্ন মসজিদের ইমামদের মাধ্যমে বগুড়া পৌরসভার পক্ষ থেকে ৩নং ওয়ার্ডের ১১টি পূজা মন্ডপে আর্থিক অনুদান হস্তান্তর করা হয়।

(এটিআর/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test