E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন

২০১৪ অক্টোবর ১২ ১৭:১৫:১৬
ফরিদপুরে পৃথক ঘটনায় দুই ব্যক্তি খুন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ও কৈজুরী ইউনিয়নে পৃথক দুটি ঘটনায় দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় মারাত্বক ভাবে আহত হয়েছে একজন।

কোতয়ালী থানা পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর এলাকায় শনিবার গভীর রাতে নকুল কুমার বিশ্বাস নামের এক ব্যক্তিকে ঘুমিয়ে থাকা অবস্থায় কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় মারাত্বক ভাবে আহত হয় নকুল বিশ্বাসের স্ত্রী রিক্তা রানী সরকার। তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, উইলকৃত সম্পত্তি নিয়ে নকুল কুমার বিশ্বাসের সাথে একই গ্রামের নিরঞ্জন কুমার মিত্র, বিশ্ব কুমার মিত্রের দীর্ঘদিন ধরে দ্বন্ধ চলে আসছিল। গত কয়েকমাস আগে জমি সংক্রান্ত মামলায় আদালতের রায় পেয়ে নকুল কুমার বিশ্বাস কয়েকশ বিঘা জমির মালিকানা ফিরে পান। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস বৈঠকও হয়। শনিবার রাত সাড়ে বারোটার দিকে নকুল কুমার বিশ্বাসের বাড়ীতে বেশ কয়েকজন দুবৃর্ত্ত হানা দিয়ে ঘরের দরজা ভাংগার চেষ্টা করলে নকুলের স্ত্রী রিক্তা ঘুম থেকে জেগে দরজা খুললে দুবৃর্ত্তরা তাকে কুপিয়ে আহত করে। এসময় দুবৃর্ত্তরা ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় নকুল কুমারকে কুপিয়ে আহত করে। পরে ঘরের ভেতর থেকে টেনে হেঁচড়ে বারান্দায় নিয়ে জবাই করে হত্যা করে। রিক্তার চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এলে দুবৃর্ত্তরা কয়েকটি বোমা ফাটিয়ে পালিয়ে যায়। হত্যাকান্ডের পর প্রতিবেশী নিরঞ্জন কুমার ও বিশ্ব কুমারসহ তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

অপর ঘটনায়, সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে পূর্ব শক্রুতার জের ধরে শনিবার রাত একটার দিকে মালেক শেখ নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে দুবৃর্ত্তরা। স্থানীয়রা জানান, মালেক শেখের সাথে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সাথে গত কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। আশংকা করা হচ্ছে সে ঘটনার সূত্র ধরে মালেক শেখকে খুন করা হয়ে থাকতে পারে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানিয়েছেন, পৃথক এ দুটি হত্যাকান্ডের ঘটনায় পুলিশ ঘাতকদের আটকের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

(আরইআর/এটিআর/অক্টোবর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test