E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল কোতোয়ালি মডেল থানার দুই এসআই ক্লোজড

২০২২ সেপ্টেম্বর ৩০ ১৮:৩৬:৩৯
বরিশাল কোতোয়ালি মডেল থানার দুই এসআই ক্লোজড

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পর্যটকবাহী মাইক্রোবাস আটকে ২০ হাজার টাকা নেয়ার ঘটনার সাথে জড়িত থাকায় কোতয়ালী মডেল থানার দুইজন উপ-পরিদর্শককে (এসআই) ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁইয়া জানান, ক্লোজড করে মহানগর পুলিশ লাইন্সে নেয়া দুইজন হলো উপ-পরিদর্শক ইব্রাহীম খলিল ও উপ-পরিদর্শক মেহেদী হাসান-৩। তিনি আরও বলেন, পুরো ঘটনার তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রমতে, গত সোমবার দিবাগত রাতে নগরীর বাংলাবাজার মোড় থেকে আমতলা পানির ট্যাংকি এলাকায় ১১ জন পর্যটকবাহী একটি মাইক্রোবাসে তল্লাশী চালায় সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি। তারা নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন। তল্লাশী চালিয়ে পর্যটকবাহী মাইক্রোবাস থেকে তারা চার ক্যান বিয়ার উদ্ধার করেন। এরপর পর্যটকবাহী মাইক্রোবাসের যাত্রীদের কাছে এক লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা নিয়ে পর্যটকদের ছেড়ে দেয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার ওই পর্যটকদের একজন মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়েরের পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলের আশ-পাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কোতয়ালী মডেল থানার ওই দুই উপ-পরিদর্শককে শনাক্ত করেন।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test