E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে’

২০২২ অক্টোবর ০১ ২০:১২:২৯
‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে’

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : হাতিয়া উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন হাতিয়া কতৃক আয়োজিত শারদীয় দুর্গোৎসব,ইভটিজিং, মাদক,অস্ত্র, নারী নির্যাতন, কিশোর গ্যাং প্রতিরোধকল্পে জনপ্রতিনিধি ও সুধীজনের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৩০ সেপ্টেম্বর শনিবার বেলা ১২ টায় উপজেলা মিলনায়তনে এ অনু্ষ্ঠানের আয়োজন করে হাতিয়া উপজেলা প্রশাসন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আয়েশা ফেরদাউস , মাননীয় সংসদ সদস্য নোয়াখালী ০৬ হাতিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহীদুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার নোয়াখালী,সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব দীপক জ্যোতী খীসা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নোয়াখালী,জনাব আমান উল্ল্যাহ,সহকারী পুলিশ সুপার, হাতিয়া সার্কেল, জনাব মোঃ মাহবুব রহমান ,চেয়ারম্যান, হাতিয়া উপজেলা পরিষদ,জনাব কেফায়েত উল্ল্যাহ,ভাইস চেয়ারম্যান,হাতিয়া উপজেলা পরিষদ, জনাব কে.এম ওবায়েদ উল্ল্যাহ,মেয়র, হাতিয়া পৌরসভা,জনাব ইকবাল হোসেন পাটোয়ারী , অফিসার ইনচার্জ হাতিয়া থানা সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা গণ সহ সংশ্লিষ্ট সকল।

মত বিনিময় সভায় নোয়াখালী পুলিশ সুপার বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে,আমরা একে অপরের পরিপূরক,শারদীয় দুর্গোৎসব ২০২২ উপলক্ষে আমাদের সতর্কতার সহিত কাজ করতে হবে, একটি কুচক্রী মহল দেশের পরিস্থিতি গেলাটে করার জন্য ওতপেতে আছে, তাছাড়া আমরা এই মতবিনিময় সভায় যে উদ্দেশ্য নিয়ে এসেছি তা আমাদের ঐক্য বদ্ধ হয়ে বাস্তবায়ন করতে হবে। তৃনমুল পর্যায়ের নেতৃত্ব থেকে আগামীর রাজনীতিতে নেতৃত্ব দিবে। আমাদের তৃনমুল পর্যায় থেকে কাজ করতে হবে।তাহলে দেশের উন্নয়ন সম্ভব। আপনারা জনপ্রতিনিধিরা যদি সঠিক ভাবে দায়িত্ব পালন করেন তাহলে মাদক,ইভটিজিং, বাল্য বিয়ে,কিশোর গ্যাং ও আইন-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব। সর্ব প্রথম আগে আমাকে ঠিক হতে হবে,তাহলে আমি জনগণের সাথে কাজ করতে পারবো। সব সময় সুযোগ সন্ধানিরা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যহত করার জন্য কিভাবে সরকারকে বেকায়দায় রাখবে তা পরিকল্পনা করছে। আমরা যদি বিভেদ ভুলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করি তাহলে সরকারের উন্নয়ন কে রুখে দেওয়ার সাধ্য কারো নাই। সর্বোপরি সবাইকে আন্তরিকতা সহিত কাজ করার আহ্বান জানান এবং সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ সেলিম হোসেন , উপজেলা নির্বাহী অফিসার,হাতিয়া নোয়াখালী।

(আইইউএস/এএস/অক্টোবর ০১, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test