E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ নিহত ৫

২০১৪ অক্টোবর ১২ ১৮:৪০:২৪
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় মহিলা ও শিশুসহ নিহত ৫

নাটোর  প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাথুরিয়া এলাকায় মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সামনে রোববার বিকেলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ৪ যাত্রী এবং দুপুরে নাটোর-ঢাকা মহাসড়কের আহম্মেদপুরে বাসের ধাক্কায় অটোরিক্সা যাত্রী এক মেয়ে শিশু নিহত হয়। এসময় উভয় দুর্ঘটনায় আহত হয় আরো ৭জন। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন ইজিবাইক যাত্রী বড়াইগ্রামের মাহাম ফকিরের ছেলে শুকুর আলী (২৬), মোকবুল হোসেনের স্ত্রী মমতাজ বেগম (২৭), পারকোলের রাজনের ছেলে পুলক কুমার (৩০), ইজিবাইক চালক বড়াইগ্রামের মেলচা মিয়ার ছেলে লোকমান আলী (৪৫) আর আহম্মেদপুরে নিহত মেয়ে শিশুর পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নিকুঞ্জ সরকার জানান, বিকেল ৪ টার দিকে নাটোরগামী একটি খালি ট্রাক (ঢাকামেট্র ট- ১৪-৭৭৩১) রাথুরিয়া এলাকায় বনপাড়াগামী ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত এবং ৩ যাত্রী আহত হয়। অপরদিকে দুপুর ১২টার দিকে রাজশাহীগামী একটি বাস (পাবনা জ-১১-০০১৮) আহম্মেদপুর বাসষ্ট্যান্ডে দাড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে চাপা পড়ে একটি মেয়ে শিশু (৭) ঘটনাস্থলেই মারা যায়। এসময় অটোযাত্রী নিহত শিশুর মা, বড়হরিশপুড় গ্রামের উজ্জল হোসেন (২৮), গ্রামীণ শক্তি বনপাড়া শাখার ফিল্ড অফিসার পঞ্চগড় সদরের মমিনুল (২৫) গুরুতর আহত হয়। খবর পেয়ে বিকেলে নাটোরের জেলা প্রশাসক মশিউর রহমান, পুলিশ সুপার বাসুদেব বণিক, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) মাহফুজ্জামান আশরাফ, বড়াইগ্রামের ইউএনও শরীফুন্নেসা, ওসি বড়াইগ্রাম থানা মনিরুল ইসলাম, (হাইওয়ে) ফুয়াদ রুহানী ঘটনাস্থল পরিদর্শন করেন।

(এমআর/এটিআর/অক্টোবর ১২, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test