E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর জেলা আ.লীগের উদ্যোগে মন্দিরে মন্দিরে শুভেচ্ছা বিনিময়

২০২২ অক্টোবর ০৪ ১৭:০০:৩২
ফরিদপুর জেলা আ.লীগের উদ্যোগে মন্দিরে মন্দিরে শুভেচ্ছা বিনিময়

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করা হয়। এরই অংশ হিসেবে গতকাল সোমবার ফরিদপুর সদর উপজেলার ১০৮ টি মন্দিরে শুভেচ্ছা বিনিময় স্বরূপ অনুদান এবং পূজা চলাকালীন ‌ বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম, সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল জলিল, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুকেশ সাহা, সহসভাপতি ডাক্তার প্রকাশ স্বরূপ সাহা, শহর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির, অ্যাডভোকেট তুষার দত্ত, সাংগঠনিক কাউন্সিলর অপূর্ব কুমার সাহা উপজেলা প্রজা কমিটির সহ-সভাপতি নিখিল দে ও জগ জীবন সাহা, উপজেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চিরঞ্জীব রায় ‌ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার। এর আগে গত রবিবার ফরিদপুর পৌরসভার ৮৯ টি পূজা মন্দিরে অনুরূপ-কর্মসূচি পালন করা হয়।

(ডিসি/এসপি/অক্টোবর ০৪, ২০২২)

পাঠকের মতামত:

৩০ নভেম্বর ২০২২

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test