E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি

২০২২ অক্টোবর ০৬ ০০:০০:১১
দিনাজপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি

শাহ্ আলম শাহী, দিনাজপুর : প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে উত্তরের সীমান্ত জেলা দিনাজপুরে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

জেলায় এবার মোট ১ হাজার ২৪২ টি মন্ডপে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজা।

সকালে দিনাজপুরের প্রতিটি দূর্গা মন্ডপে নারী-পুরুষ ভক্তরা ঢাকের তালে তালে একে অপরকে সিঁদুর পরিয়ে এবং আবির মাখিয়ে বিকেলে উৎসবের মধ্য দিয়ে মা দূর্গাকে বিদায় জানায়। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী দর্পন বিসর্জনের পর শান্তিজল গ্রহন করে শেষ হয় দেবীর শাস্ত্রীয় বিসর্জন।

শোভাযাত্রা নিয়ে দিনাজপুর শহরের প্রত্যেকটি মন্ডপ থেকে প্রতিমাগুলো নেয়া শহরের উপকন্ঠে পুনর্ভবা নদীর সাধুর ঘাটে পৌছোয়। পুনর্ভবা নদীর সাধুর ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় বাঙ্গালী সনাতন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব। এছাড়াও দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চলের মন্ডপগুলোর প্রতিমা বিসর্জন দেয়া হয় নিকটস্থ নদী বা জলাশয়ে। প্রতিমা বিসর্জনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তামুলক ব্যবস্থা।

(এসএএস/এএস/অক্টোবর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test