E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি সেলিম ওসমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

২০২২ অক্টোবর ০৬ ১৮:৫৯:১৭
এমপি সেলিম ওসমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের বাগদোবাড়ীয়ায় অবস্থিত নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়ে এ দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

মদনপুর ইউপি চেয়ারম্যান ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ, বিশেষ অতিথি হিসেবে বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসাইন ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহম্মেদ উপস্থিত ছিলেন।

তাছাড়া এসময় নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাপ হোসেন ভূঁইয়া, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আয়নাল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আজিজুল হক (আজিজ), বন্দর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সোনা মিয়া, সাংস্কৃতিক সম্পাদক এস আই জুয়েল, বন ও পরিবেশ সম্পাদক আবুল কাশেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল ভূঁইয়া, বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম হোসাইন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম, ব্যবসায়ী আমান উল্লাহ, মদনপুর ইউপি’র ৪নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম, ৫ নং ওয়ার্ডের মেম্বার খলিলুর রহমান, ৮ নং ওয়ার্ডের মেম্বার সফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা মেম্বার নাছিমা বেগম, শেফালী আক্তার, ধামগড় ইউপি’র ২নং ওয়ার্ডের মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, ৩নং ওয়ার্ডের মেম্বার আবু সাঈদ সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকামন্ডলী এবং নিকটস্থ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে দোয়ায় অংশ নেন।

(এমও/এসপি/অক্টোবর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

১০ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test