E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপন

২০২২ অক্টোবর ০৯ ১৮:৩২:৫৩
রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপন

রিপন মারমা, রাঙামাটি : পাহাড়ের বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে রাঙামাটি চলছে বর্ণাঢ্য আয়োজন। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রবিবার (৯ অক্টোবর) থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ধর্মীয় ও সামাজিক উৎসব। এই উৎসবকে ঘিরে পাহাড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। পাহাড়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমাস্থানীয় মারমা’রা তাদের ভাষায় (মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ) মারমাদের হচ্ছে রবিবার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত  ধর্মীয় ও উৎস চলবে। সামাজিক এই উৎসবকে ঘিরে আনন্দ উৎসবের আমেজ বিরাজ করছে পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে।

প্রবারণা পূর্ণিমা উৎসবের অন্যতম আকর্ষণ ফানুস ওড়ানো, মহারথ টানা ও পিঠা তৈরি। এ উপলক্ষে পাহাড়ের প্রতিটি ঘরে রাত জেগে তরুণ-তরুণীরা বৈচিত্র্যময় নানা ধরনের পিঠাপুলি তৈরির কাজে ব্যস্ত সময় পার করেছেন।

মাহা ওয়াগ্যোয়াই উৎসবের অন্যতম আকর্ষণ হাজারো ফানুস ওড়ানো অন্যের ঘরে চলতে থাকে আপ্যায়নের পালা। আর এখন থেকে তরুণ-তরুণীদের আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে মারমা পল্লীগুলো। উৎসবকে কেন্দ্র করে আদিবাসীদের শেষ সময়ের পুরোদমে কেনাকাটায় ব্যস্ততা বেড়ে গেছে স্থানীয় দোকানীদেরও।

আষাঢ়ী পূর্ণিমার পরের দিন থেকে টানা তিনমাসের বর্ষাবাস শেষে বৌদ্ধ নর-নারীরা বিভিন্ন বৌদ্ধ বিহারে গিয়ে পঞ্চশীল, অষ্টশীল ও দশশীল গ্রহন করেন। প্রবারণা পূর্ণিমাকে মারমারা মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ হিসেবে পালন করে থাকে। এসময় সকল অহিংসা ও পাপ কাজ থেকে বিরত থাকার মন্ত্রে দীক্ষিত হন বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মানুসারীরা।
এদিকে প্রবারণা পুর্ণিমা পালন উপলক্ষে সরেজমিনে সকাল থেকে গিয়ে দেখা যায় চিৎমরম বৌদ্ধ বিহার,ব্যাঙছড়ি মারমা পাড়া, নারানগিরি বৌদ্ধ বিহার এবং বিভিন্ন বিহারে বিহারে ধর্মীয় প্রার্থনা। ভিক্ষুদের উদ্দেশ্যে অর্থ ও অন্নদান আর ফুল পূজাসহ চলছে নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা। আর বিভিন্ন উপাসক-উপাসিকারা গ্রহণ করেন সকাল থেকে অষ্টশীল ও দশশীল।

উপাসক-উপাসিকারা জানিয়েছেন, বিহারে বিহারে দেয়া হচ্ছে ধর্মীয় দেশনা। জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় করা হচ্ছে বিশেষ প্রার্থনা। সুখ শান্তি লাভ ও পারিবারিক সুস্থতার জন্য প্রার্থনায় জড়ো হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। দায়ক-দায়িকারা মোমবাতি, ধুপকাটি প্রজ্জলন আর বৌদ্ধ ভিক্ষুদের ছোয়াইং (বিভিন্ন ধরনের জল ও খাবার) প্রদান করে দিনটি পালন করেন মহাআনন্দে।

বৌদ্ধ ধর্মালম্বীদের মতে প্রবারণা পুর্ণিমার দিনই রাজকুমার সিদ্বার্থের মাতৃগর্ভে প্রতিসন্দি গ্রহণ,গৃহত্যাগ ও ধর্মচক্র প্রবর্তন সংঘটিত হয়েছিল তাই প্রতিটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে আজও।
এদিকে পাশাপাশি, হাজার বাতি প্রজ্জলন, পিঠা উৎসব আর রং বেরংয়ের হাজার হাজার ফানুষ বাতি আকাশে উড়ায় পূণ্যার্থীরা। উৎসব উদযাপিত দুইদিনব্যাপী নানা ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে বৌদ্ধ ধর্মালম্বীদের এই প্রবারণা উৎসবের।

(আরএম/এসপি/অক্টোবর ০৯, ২০২২)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test