E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নবীনগরে নানা আয়োজনে ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মোৎসব পালিত

২০২২ অক্টোবর ১০ ১৬:৩৯:০৭
নবীনগরে নানা আয়োজনে ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মোৎসব পালিত

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : জগৎখ্যাত সঙ্গীতজ্ঞ, শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি দিকপাল সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মোৎসব এবছর এই প্রথমবারের মতো ওস্তাদজীর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ঘটা করে পালন করা হলো। গত ৮ অক্টোবর ওস্তাদজীর ১৬০-তম জন্মবার্ষিকীতে উপজেলা প্রশাসনের নানা আয়োজনে এই প্রথম দিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঘটা করে পালিত হয়। স্থানীয় শিল্পকলা একাডেমীর সহযোগিতায় দিবসের সূচনা হয় বিকেল ৪টায়। ওই সময় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশাল এক কেইক কেটে জন্মোৎসবের শুভ সূচনা করা হয়।

ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুস্পুত্র একুশে পদকপ্রাপ্ত এ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত পরিচালক শেখ সাদী খান ও নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক আনুষ্ঠানিকভাবে ওই কেইক কাটেন। এসময় ওস্তাদ পরিবারের বংশধরগণ তাঁদের পাশে উপস্থিত ছিলেন। এরপর সংক্ষিপ্ত এক আলোচনায় সুরস্রষ্টা শেখ সাদী খান তাঁর চমৎকার বক্তব্যে ওস্তাদজীর জীবন ও সাধনার নানা অজানা ইতিহাস তুলে ধরেন। স্থানীয় শিল্পকলা একাডেমির সেক্রেটারী সঞ্জয় সাহার উপস্থাপনায় এসময় আরও বক্তব্য রাখেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, বর্তমান সভাপতি জালাল উদ্দিন মনির, ওস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন, মাছরাঙা টিভির কুমিল্লা প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল প্রমুখ।

আলোচনার পরপরই শুরু হয় এক জমজমাট কুইজ প্রতিযোগিতা। আলাউদ্দিন খাঁ ও তাঁর বংশধরদের অজানা তথ্যের উপর আকর্ষণীয় এই কুইজ প্রতিযোগিতাটি উপস্থাপনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন ও সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু। পাশাপাশি একই সময়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে 'ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন ও সাধনা' শীর্ষক এক রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সবশেষে ব্যতিক্রমী এক আয়োজনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় 'শাস্ত্রীয় সঙ্গীতের আসর'।

আসরের শুরুতেই ঢাকা থেকে আগত বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি তাঁর নিজের হাতে আঁকা ওস্তাদ আলাউদ্দিন খাঁর একটি বিশাল স্কেচ (ছবি) ওস্তাদজীর জন্মভূমি নবীনগরের শিবপুর গ্রামে 'ওস্তাদ আলাউদ্দিন খাঁ যাদুঘর' (প্রস্তাবিত এই যাদুঘর এখনও নির্মিত হয়নি) এ পৌঁছে দেয়ার জন্য নবীনগরের ইউএনও একরামুল ছিদ্দিকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

পরে এক গুরু গম্ভীর পরিবেশে শুরু হওয়া ওই শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দেশের বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী করিম হাসান খান প্রথমেই একটি খেয়াল ও পরে একটি ঠুমরী পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। তাঁর সাথে তবলায় সঙ্গত করেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু। এরপর দুটি ঠুমরী গেয়ে শোনান কলকাতা বেতারের প্রাক্তন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী মমতাজ বেগম। তাঁর সাথে তবলায় ছিলেন জাকির হোসেন। এরপরই মঞ্চে ওঠে একটি খেয়াল ও দুটি ঠুমরী পরিবেশন করে দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখেন দেশের বিশিষ্ট নজরুল ও উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি। তাঁর সাথে তবলায় সঙ্গত করেন সঞ্জীব মজুমদার।

ব্যতিক্রমী ওই শাস্ত্রীয় সঙ্গীতের আসরে এরপরই মঞ্চে উঠেন বাংলাদেশ বেতারের বিশিষ্ট সেতার শিল্পী সত্যজিৎ চক্রবর্তী। তাঁর সেতার পরিবেশনার পর ওস্তাদ পরিবারের বংশধর প্রয়াত সরোদ শিল্পী ওস্তাদ শাহাদৎ হোসেন খানের দুই কন্যা আফসানা খান ও রুখসানা খান তুমুল করতালির মধ্য দিয়ে মঞ্চে ওঠেন।

এরপর দুই বোন সরোদ ও সেতারে যুগলবন্দ্বী পরিবেশনের মাধ্যমে দর্শকদের দীর্ঘক্ষণ মন্ত্রমুগ্ধ করে রাখেন। সরোদ ও সেতারের যুগলবন্দ্বীর সঙ্গে সঙ্গত করা সঞ্জীব ভট্টাচার্য ও জাকির হোসেনের তবলায়ও এসময় ঝংকার ওঠে। এসময় হলভর্তি দর্শকদেরকেও বারবার তুমুল করতালি দিতে দেখা যায়।

এরপর চট্টগ্রাম থেকে আগত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী রাজীব দাসের খেয়াল পরিবেশনের মধ্য দিয়ে প্রায় আড়াই ঘন্টাব্যাপী চলা গুরু গম্ভীর শাস্ত্রীয় সঙ্গীতের আসরের সমাপ্তি ঘটে।

সবশেষে কুইজ ও রচনা প্রতিযোগাতায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপস্থাপনায় ছিলেন সাপ্তাহিক নবীনগর সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল।

উল্লেখ্য, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর পরিকল্পনা ও উপস্থাপনায় জনপ্রিয় নিউজ পোর্টাল নবীনগরের কথার নিয়মিত ভার্চ্যুয়াল টকশোর ১৬৮-তম পর্বে ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬০তম জন্মদিনে 'দুদিন ব্যাপী আলাউদ্দিন মেলা' করার জোরালো প্রস্তাবনার পরিপ্রেক্ষিতেই উপজেলা প্রশাসনের উদ্যোগে এই প্রথমবারের মতো গত ৮ অক্টোবর ওস্তাদজীর জন্মদিনে এরকম নান্দনিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

(জিডি/এসপি/অক্টোবর ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test