E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিজন মিস্ত্রির অনন্য নিদর্শন

২০২২ অক্টোবর ১০ ১৬:৪১:৩০
ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনে জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিজন মিস্ত্রির অনন্য নিদর্শন

গৌরাঙ্গ দেবনাথ অপু, ব্রাহ্মণবাড়িয়া : দেশে বিদেশে রাগপ্রধান বাংলা গানের জগতে এ সময়ের দর্শকনন্দিত গুণী সঙ্গীতশিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনে নিজের হাতে আঁকা বাবা আলাউদ্দিনের একটি বিশাল ছবি হস্তান্তর করে এক অনন্য নিদর্শন স্থাপন করেছেন। গত ৮ অক্টোবর ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬০তম জন্মোৎসবে ওস্তাদজীর জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ওস্তাদজীর প্রতি শ্রদ্ধা জানাতে এসে এই গুণী সঙ্গীত শিল্পী তাঁর নিজের হাতে আঁকা একটি বিশাল ছবি ওস্তাদজীর নামে ভবিষ্যতে তৈরী হওয়া 'ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত মিউজিয়াম' (প্রস্তাবিত, যা এখনও নির্মিত হয়নি) এ হস্তান্তর করে ওই অনন্য নিদর্শন রেখে যান।

জানা গেছে, ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬০তম জন্মদিনে ওইদিন স্থানীয় উপজেলা প্রশাসন এই প্রথমবারের মতো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত পরিচালক শেখ সাদী খানের সঙ্গে সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রিসহ একাধিক গুণী শাস্ত্রীয় সঙ্গীত ও যন্ত্র শিল্পীরা যোগদান করতে ঢাকা থেকে নবীনগরে আসেন।

সন্ধ্যায় স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে হল ভর্তি দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতেই বিজন মিস্ত্রি ঢাকা থেকে নিয়ে আসা তাঁর নিজের হাতে আঁকা ওস্তাদ আলাউদ্দিন খাঁর বিশাল ছবিটি নবীনগরের প্রশাসনিক প্রধান ইউএনও একরামুল ছিদ্দিকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে সবাইকে চমকে দেন। এসময় মঞ্চে ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুষ্পুত্র অনুষ্ঠানের প্রধান আলোচক একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত পরিচালক শেখ সাদী খান, নবীনগরের সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন ও নবীনগরের কথার সম্পাদক ও দৈনিক বাংলা ৭১ এর বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু উপস্থিত ছিলেন।

পরে সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীতের আসরে প্রথমে খেয়াল ও পরে পরপর দুটি ঠুমরী পরিবেশন করে এখানকার সঙ্গীত পিপাসু দর্শকদের হৃদয় জয় করে যান রাগপ্রধান বাংলা গানের এ সময়ের জনপ্রিয় ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রি।
এ বিষয়ে বিজন মিস্ত্রি এ প্রতিবেদককে বলেন,'বাবা আলাউদ্দিন খাঁর জন্মভূমিতে এই প্রথম আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। তাই আসার সময় বাবার একটি ছবি আমি নিজে এঁকে সেটি বাঁধাই করে ঢাকা থেকে নবীনগরে নিয়ে এসেছি।

আমি মনে করেছিলাম, বাবা আলাউদ্দিনের জন্মভূমিতে (শিবপুরে) তাঁর নামে 'ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত যাদুঘরে' (যা এখনও নির্মিত হয়নি) রয়েছে। সেখানে আমার আঁকা বাবার এই ছবিটি পৌঁছে দেয়ার জন্যই মূলত আমি এটি ঢাকা থেকে নিয়ে এসেছিলাম। কিন্তু নবীনগরে এসে যখন জানতে পারলাম, বাবার জন্মভূমি শিবপুরে বাবা আলাউদ্দিনের নামে সঙ্গীত মিউজিয়াম এখনও করা হয়নি, তখন এটি নবীনগরের প্রশাসনিক প্রধান ইউএনও মহোদয়ের হাতে এটি দিয়ে গেলাম। আশা করি, আমার আঁকা বাবার ছবিটি পরবর্তীতে শিবপুরে বাবা আলাউদ্দিনের নামে তৈরী হওয়া সঙ্গীত যাদুঘরে কর্তৃপক্ষ পৌঁছে দিবেন।'

অনুষ্ঠানে উপস্থিত ওস্তাদ পরিবারের বংশধর, শিবপুরের বাসিন্দা, বাংলাদেশ বেতারের প্রাক্তন সেতারশিল্পী জাহাঙ্গীর আলম খান তানসেন (লাখু খানের পুত্র) বলেন,'আমি বলবো, সঙ্গীত শিল্পী বিজন মিস্ত্রির এটি একটি অনন্য নিদর্শন। ভবিষ্যতে শিবপুরে 'ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীত মিউজিয়াম' তৈরী করা হলে আমরা বিজন মিস্ত্রির দেয়া ওস্তাদজীর এই চমৎকার ছবিটি সেখানে যত্নসহ সংরক্ষণ করবো।'

নবীনগরের ইউএনও একরামুল ছিদ্দিক বলেন,'সঙ্গীত শিল্পী বিজন মিস্ত্রির দেয়া ওস্তাদজীর অসাধারণ এ ছবিটি আপাতত নবীনগর শিল্পকলা একাডেমিতে যত্নসহ সংরক্ষণে থাকবে।'

অনুষ্ঠানের প্রধান আলোচক ওস্তাদ আলাউদ্দিন খাঁর ভ্রাতুসপুত্র সুরস্রষ্টা শেখ সাদী খান বলেন, 'বাবা আলাউদ্দিনের প্রতি সঙ্গীত শিল্পীদের কতটা ভক্তি শ্রদ্ধাবোধ রয়েছে, এ সময় রাগপ্রধান বাংলা গানের আমার স্নেহভাজন কণ্ঠশিল্পী বিজন মিস্ত্রির নিজ হাতে আঁকা এই ছবিটির মধ্য দিয়েই প্রমাণ পাওয়া গেল। আমি এ প্রতিভাবান কণ্ঠশিল্পী বিজনের জন্য প্রাণভরে দোয়া করছি।’

(জিডি/এসপি/অক্টোবর ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test