E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৭ দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

২০২২ অক্টোবর ১০ ১৮:৩৮:৫৮
মুক্তিযোদ্ধা সন্তান সংসদের ৭ দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

তুষার বাবু, নেত্রকোণা : সারাদেশের ন্যায় নেত্রকোণায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক অনুমোদিত মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান সম্পন্ন করেছে।

সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পক্ষ থেকে (সারা বাংলাদেশে) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত মুক্তিযোদ্ধা কোটা ফেরতসহ মুক্তিযোদ্ধা পরিবারের ৭ দফা দাবী বাস্তবায়নের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার অন্যতম প্রতিবাদকারী যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম লোকমান হোসেন এর সন্তান মোঃ সোলায়মান মিয়া এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে এই কর্মসূচির ঘোষণা দেন। ঘোষণায় তিনি ৭ দফা না মানলে ৭ ডিসেম্বর থেকে রাজধানীর শাহবাগে কঠিন অবস্থানের ঘোষণা দেন। কেন্দ্রীয় কমান্ড

কাউন্সিল আয়োজিত এই স্বারক লিপি প্রদানে জেলা প্রশাসকগণের নিকট হইতে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস পাওয়া যায় বলে জানান নেত্রকোণা জেলা কমিটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ হাবিব রইছ খান মুক্তি। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ঘোষণার সাথে একমত পোষণ করে তিনি জানান, ‘দাবি আদায় না হলে সারাদেশ থেকে আমরা লক্ষাধিক মুক্তিযোদ্ধার সন্তান আগামি ৭ ডিসেম্বর থেকে শাহবাগে সেই সমাবেশে অংশগ্রহণ করবো।’

(টিবি/এসপি/অক্টোবর ১০, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test