E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ১ ঘন্টার উপজেলা চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী সৃষ্টি

২০২২ অক্টোবর ১২ ১৪:৪৭:১০
জামালপুরে ১ ঘন্টার উপজেলা চেয়ারম্যান হলেন স্কুলছাত্রী সৃষ্টি

রাজন্য রুহানি, জামালপুর : প্রতিটি উপজেলাকে নারী বান্ধব ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরতে ১ ঘন্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যান হলেন সৃষ্টি রানী দে নামে এক স্কুলছাত্রী।

বুধবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেনের কাছ থেকে ওই স্কুলছাত্রী ১ ঘন্টার জন্য দায়িত্ব বুঝে নেন। পরে প্রতীকী উপজেলা চেয়ারম্যান বাল্যবিবাহ, নারী নির্যাতন ও নিপীড়নসহ নারী সহিংসতা রোধে আলোচনা করেন।

কন্যাশিশু দিবস উপলক্ষে নারী ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ), অপরাজেয় বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশের উদ্যোগ এ কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, প্রতীকী চেয়ারম্যান হওয়া স্কুলছাত্রী সৃষ্টি রানী দে শহরের জয়ন্তী প্রি- ক্যাডেট এন্ড হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী এবং তিনি ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্স (এনসিটিএফ) জেলা শাখার শিশু গবেষক।

প্রতীকী দায়িত্ব পাওয়া চেয়ারম্যানের সুপারিশসমূহ আমলে নেয়ার আশ্বাস দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন বলেন, নারীর অবদান এখন দেশের গুরুত্বপূর্ণ স্থানে। আজ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে নারীরা। আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারীবান্ধব উপজেলা পরিষদ ও নারীর সংহিংসতা রোধে কাজ করবো এবং স্কুলছাত্রীর সকল সুপারিশ আমরা বাস্তববায়ন করার চেষ্টা করবো।

প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফের জেলা ভলান্টিয়ার মুশফিকুর রায়হান ও ফাহমিদা সুলতানা অশিন।

(আরআর/এএস/অক্টোবর ১২, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test