E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শেরপুরে দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

২০২২ অক্টোবর ১৩ ১৩:২৩:৫৮
শেরপুরে দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সোহেল রানা, শেরপুর : 'দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সকালে শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যলয় চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এসময় জেলা প্রশাসক চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অগ্নিকান্ড, ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শন করে। ঘর বাড়িতে আগুন নীর্বাপন, গ্যাসের আগুন বিস্তার লাভের পূর্বেই তা নিয়ন্ত্রণ করা এবং ভূমিকম্প জনিত কারণে আটকে পরা লোকদেরকে লেডারের সাহায্যে উদ্ধারের কলা কৌশলের মহড়া করা হয়।

পরে, জেলা প্রশাসকের হল রুম রজনীগন্ধয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোক্তাদিরুল আহমেদ,। এছাড়াও শেরপুর সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য, জনস্বাস্থ্য প্রকৌশলী জহুরুল হক ও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসআর/এএস/অক্টোবর ১৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test