E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবি

কলাপাড়ায় কমিউনিষ্ট পার্টির মানববন্ধন পথসভা

২০২২ অক্টোবর ১৫ ১৫:৩১:৪৩
কলাপাড়ায় কমিউনিষ্ট পার্টির মানববন্ধন পথসভা

কলাপাড়া প্রতিনিধি : নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি, জ্বালানী তেল, বিদ্যুৎ, গ্যাস, লঞ্চ-পরিবহনের ভাড়া বৃদ্ধি, ঘূষ-দূর্ণীতি দলীয়করণ, সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় কমিউনিষ্ট পার্টির মানববন্ধন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে কমিউনিষ্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন কমিউনিষ্ট পার্টি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন। বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি আবদুল মোতালেব মোল্লা, সহ-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, ন্যাশনাল আওয়ামী পার্টি'র আমতলী উপজেলা শাখার সভাপতি খান মতিউর রহমান, কলাপাড়া উপজেলা কমিউনিষ্ট পার্টির সদস্য জিএম মাহবুবুর রহমান, মো. আতাজুল ইসলাম প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, কেরোসিন- ডিজেলে দেশের কৃষকের মেশিন চলে, যে পেট্রোলে গাড়ি চলে, অন্যন্য যানবাহন চলে কোনো পূর্বাভাস ছাড়াই সরকার হঠাৎ করে গভীর রাতে সেসবের দাম বাড়িয়ে দিল। এটা সাধারণ জনগণের ওপর সরকারের জুলুমবাজি ছাড়া কিছুই নয়। তা ছাড়া এখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও আমাদের দেশে তেলের দাম কমানো হয়নি। যার কারণে সাধারণ মানুষের জীবন যাপন কষ্টকর হয়ে পড়েছে। সমাবেশ থেকে নির্দলীয়- নিরপেক্ষ সরকারের মাধ্যমে সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচন করার দাবি জানানো হয়।

এর আগে কয়েকজন কর্মীর উপস্থিতিতে মানববন্ধন অনু্ষ্ঠিত হয়।

(এমকে/এসপি/অক্টোবর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test