E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব!

২০২২ অক্টোবর ১৫ ১৭:৫৫:১৫
পটুয়াখালীর বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে চলছে মা ইলিশ শিকারের মহোৎসব!

ফয়জুল মুনির, পটুয়াখালী : বাউফলের তেতুঁলিয়া নদীর ৪০ কিলোমিটার এলাকা মা ইলিশের অভয়াশ্রম অরক্ষিত হয়ে উঠেছে। সরকারের দেয়া বিধি- নিষেধ অমান্য করে তেতুঁলিয়া ও আশেপাশের নদীতে মাছ শিকারে মহোৎসব চলছে। নদীতে মৎস্য অধিদপ্তর ও উপজেলা থানা পুলিশ নিয়মিত টহল এবং অভিযান পরিচালনা করলেও তাদের চোখঁকে ফাঁকি দিয়েই শিকার করছে মা-ইলিশ।

গতকাল শুক্রবার (১৪ অক্টোম্বর) সকালে বাইফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর এলাকা দিয়ে বয়ে যাওয়া কারখানা নদীতে গিয়ে দেখা যায় ১০-১২ টি নৌকা নিয়ে অনবরত ইলিশ শিকার করছে জেলেরা। প্রায় ঘন্টাখানেক সেখানে অপেক্ষা করলেও নদীতে অভিযান পরিচালনাকারী কোন টিমকে দেখা যায়নি।

নদী পাড়ে সাংবাদিকরা এসেছেন এমন খবর মুঠোফোনের মাধ্যমে নদী পাড় থেকে জেলেদের কাছে পৌছে দিতেই, তারাহুরা করে জাল গুছিয়ে জেলেরা পালিয়ে যায়। নাম প্রকাশে অনিচ্ছুক নদী পারের একাধিক ব্যক্তিরা বলেন, নদীতে কখন অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা আসবেন জেলেরা সেটি খুব সহজেই গোপন সোর্সের মাধ্যমে জানাতে পারেন। অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা আসার আগেই জেলেরা জাল গুটিয়ে উদৃশ্য হয়ে যায়, তাই ধরা পরার সম্ভাবনা খুবই কম। জেলেরা বুদ্ধি খাটিয়ে তাদের নাবালক শিশুদেরকে পাঠাচ্ছেন মাছ শিকার করতে, যাতে করে আটক হলেও শাস্তি থেকে বেচেঁ যায়। শেষরাত এবং সন্ধ্যার দিকেই মূলত নদীতে জেলেরা মাছ শিকার করে, যাতে আইন-শৃংখলা লোককে ফাঁকি দেয়া যায়। অভিযোগ রয়েছে স্থানীয় ভাবে গঠন করা ইলিশ রক্ষা কমিটির সদস্যরাই মা-ইলিশ শিকারে জড়িত।

এ বিষয়ে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুব আলম তালুকদার উত্তরাধিকার ৭১ নিউজকে বলেন, আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি, দিনরাত বেশীরভাগ সময় আমরা নদীতে অবস্থান করে বারবার জেলেদেরকে সরকারের দেয়া বিধি-নিষেধ মেনে চলার জন্য অনুরোধ করছি। এরপরও যেসব জেলেরা বিধি-নিষেধ না মেনে নদীতে জাল ফেলছেন তাদের বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো এবং আমাদের এ অভিযান চলমান থাকবে। গতকালকে বাহেরচরের নদীতে যেসব জেলেরা জাল ফেলেছিলেন তারা ২/১ জন বাউফল উপজেলার, অধিকাংশই বাকেরগঞ্জ উপজেলার। আমি বাকেরগঞ্জের উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেছি।

(এফএম/এসপি/অক্টোবর ১৫, ২০২২)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test