E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচন

সুষ্ঠু নির্বাচনের লক্ষে জেলা প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা 

২০২২ অক্টোবর ১৬ ২৩:৩৩:২৩
সুষ্ঠু নির্বাচনের লক্ষে জেলা প্রশাসনের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা 

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : টান টান উত্তেজনার মধ্য দিয়ে আজ ১৭ অক্টোবর সোমবার অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

নির্বাচনে সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েনসহ আইন শৃংখলা রক্ষায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জেলা পুলিশ সুত্র জানিয়েছে, জেলার ৯টি কেন্দ্রে দায়িত্ব পালন করবেন ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার, ২ জন সহকারী পুলিশ সুপার, ৩৩ জন ইন্সপেক্টর, ৫৮ জন সাব-ইন্সপেক্টর, ৪৭জন সহকারী সাব-ইন্সেপক্টর এবং ২১৭ জন কনষ্টেবল।

এ ছাড়া প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ফোর্স মোতায়েন করা ছাড়াও অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে গোটা জেলায়। তবে জেলার কসবা, নবীনগর ও সরাইল কেন্দ্রে বাড়তি নিরাপত্তা হিসেবে ব্যাটালিয়ন পুলিশও মোতায়েন থাকছে। এর বাইরেও নবীনগর কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। ব্রাহ্মণবাড়িয়া সদর কেন্দ্রে অতিরিক্ত হিসেবে গোয়েন্দা পুলিশ মোতায়েন থাকবে বলেও জানা গেছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ম্যাজিষ্ট্রেটদের নেতৃত্বেও পুলিশ দায়িত্ব পালন করবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯টি কেন্দ্রে এরইমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন ৯টি কেন্দ্রে। এছাড়া গোটা জেলায় দায়িত্ব পালন করবেন একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সাংবাদিকদের জানান, 'নির্বাচনকে সুষ্ঠু করতে ইতিমধ্যেই সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রেই সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিসহ পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে। নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যা যা করার দরকার আমরা তার সবই করবো।"

(জিডি/এসপি/অক্টোবর ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test