E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জে তিন ডাকাত আটক, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

২০২২ অক্টোবর ১৮ ১৬:২১:৩৫
সিরাজগঞ্জে তিন ডাকাত আটক, আগ্নেয়াস্ত্র-গুলি উদ্ধার

সাজিরুল ইসলাম সঞ্চয়, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি থেকে হত্যা ও ডাকাতির পরিকল্পনায় জড়িত তিন ডাকাতকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় আটকৃতদের দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে একটি বিদেশী রিভলবার, একটি ওয়ান শুটার গান, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার‌্যালয়ে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার)।

আটককৃতরা হলো, ডাকাত সর্দার জেলার বেলকুচি উপজেলার জিধুরি গ্রামের মন্তাজ আলী, ডাকাতদলের সদস্য একই গ্রামের আলী হাসান ও লিখন।

প্রেস কনফারেন্সে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক জুলহাস উদ্দিন (পিপিএম, বিপিএম), আব্দুল ওয়াদুদ (পিপিএম) ও সহকারি উপ-পরিদর্শক মিন্টু সেখ (পিপিএম) নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে জেলার বেলকুচি উপজেলার সমেশপুরে একটি রেস্টুরেন্টে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মন্তাজ আলী, আলী হাসান ও লিখনকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা একটি হত্যাকান্ড ও একটি ডাকাতি পরিচালনার পরিকল্পনা করছিল বলে জানান।

পুলিশ সুপার আরো বলেন, পরিকল্পনার বিষয়টি জানার পর অধিকতর জিজ্ঞাসাবাদে তারা এই দুটি কাজে ব্যাবহার করতে যাওয়া অস্ত্রের বিষয়ে তথ্য দেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশী রিভলবার, একটি ওয়ানশুটারগান, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ বিষয়ে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম, মো: সামিউল আলম, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জাকারিয়া হোসেন, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, বেলকুচি থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান প্রমূখ।

(এস/এসপি/অক্টোবর ১৮, ২০২২)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test