E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মূল পরিকল্পনাকারী দিনার এখনও অধরা!

শৈলকূপায় কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

২০২২ অক্টোবর ১৯ ১৮:৩৫:২৬
শৈলকূপায় কালী প্রতিমা ভাঙচুরের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপায় কালীপ্রতিমা ভাঙচুরের ঘটনায় ৩জনকে গ্রেফতার করলেও ওই ঘটনার মুল পরিকল্পনাকারী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা দিনার বিশ্বাসকে এখনও পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ। তবে ছেলে দিনার বিশ্বাসকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে পিতা মতিয়ার রহমান বিশ্বাস।

জানা গেছে, গত ৬ অক্টোবর মতিয়ার রহমানের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা দিনার বিশ্বাসের মুল পরিকল্পনায় উপজেলার ডাউটিয়া গ্রামের শতবর্ষী কালীমন্দিরের প্রতিমা ভাংচুর করা হয়। এঘটনায় মন্দির কমিটির সভাপতি সুকমার মন্ডল বাদী হয়ে শৈলকূপা থানায় একটি মামলা দায়ের করেন। পরে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম ঘটনার তদন্ত করে ৩জনকে গ্রেফতার করে। কিন্তু মুল পরিকল্পনাকারী দিনার বিশ্বাস পালিয়ে যায়।

এদিকে ঘটনাকে ভিন্নখাতে প্রভাবিত করার জন্য একের পর এক বিতর্কিত কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন দিনার বিশ্বাসের পিতা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস। এরই জেরে বুধবার নামসর্বস্বহীন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দদেরকে ঘটনাস্থলে নিয়ে আসেন মতিয়ার রহমান বিশ্বাস। এরপর তারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তি মুলক বক্তব্য ও উস্কানি ছড়ায়। এতে করে আতংক বিরাজ করছে হিন্দু অধ্যুষিত গ্রামগুলোতে। আতংকিত গ্রামবাসীরা কালীপ্রতিমা ভাংচুরের মুল পরিকল্পনাকারী দিনার বিশ্বাসের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শৈলকূপা উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতা জানান,বর্তমান সময়ে হিন্দুদের উপর হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা অত্যন্ত পরিতাপের বিষয়। কিন্তু দিনারের পিতা মতিয়ার রহমান বিশ্বাস প্রভাবশালী আওয়ামীলীগ নেতা হওয়ায় তাকে গ্রেফতার করতে পারছে না পুলিশ। একের পর এক মতিয়ার রহমান বিশ্বাস ও তার ছেলে দিনার বিশ্বাস অনিয়ম ও দুর্নীতি করে গেলেও তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হয়নি।

এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বিশ্বাস জানান, একটি মহল ষড়যন্ত্র করে আমাকে ও আমার ছেলেকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে।

এ বিষয়ে শৈলকূপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, এ ঘটনাকে পুজি করে একটা মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে গুজব ছড়াচ্ছে। পুলিশের পক্ষ থেকে তাদের সার্বক্ষনিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রতিমা ভাঙচুরের মুল পরিকল্পনাকারী দিনা বিশ্বাসকে আটক করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

(একে/এসপি/অক্টোবর ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test