E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদক নির্মূলে একযোগে সামাজিক আন্দোলনে অংশ নিতে হবে : কাবেরী জালাল

২০২২ অক্টোবর ১৯ ১৯:০৭:৪১
মাদক নির্মূলে একযোগে সামাজিক আন্দোলনে অংশ নিতে হবে : কাবেরী জালাল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল বলেছেন, মাদক একটি সামাজি ব্যাধী। মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলতে সকলকেই একযোগে কাজ করতে হবে। মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক দিন ব্যাপী এক কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়। 

আজ বুধবার কেন্দুয়া উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল এ কথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন কেন্দুয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার জুনাঈদ আফ্রাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, ওসি মোঃ আলী হোসেন পিপিএম, বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, শিক্ষক নেতা মুখলেছুর রহমান বাঙ্গালী, জামিরুল হক, ক্রীড়া সংগঠক আশরাফ উদ্দিন ভূঞা ও শিক্ষক সিরাজুল ইসলাম ভূঞা প্রমুখ।

কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, শিল্পী, সাংবাদিক, বিভাগীয় কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

(এসবি/এসপি/অক্টোবর ১৯, ২০২২)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test