E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে ৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

২০২২ অক্টোবর ২২ ১৫:৪৩:০৪
জামালপুরে ৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণঅনশন

রাজন্য রুহানি, জামালপুর : সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে সকাল-সন্ধ্যা গণঅনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা। শনিবার সকালে শহরের দয়াময়ী মোড় চত্বরে এ গণঅনশন কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি লক্ষীকান্ত পন্ডিতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমেন বনিকের সঞ্চালনায় গণঅনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক শুভাশীষ তালুকদার তাপস, সাংগঠনিক সম্পাদক পরিতোষ পন্ডিত, রঞ্জিত বিশ্বাস খোকন, জেলা জাসদের সাধারণ সম্পাদক খন্দকার ইতিমোদ্দৌল্লা হিন্দোল, জেলা মানবাধিকার কমিশনের ভাইস প্রেসিডেন্ট আলতাফ হোসেন লেবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইসমত পাশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক মারুফ আহাম্মেদ খান মানিক প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি অনুযায়ী ৭ দফা দাবি জানান তারা। দাবিগুলো হলো- সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলুপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/অক্টোবর ২২, ২০২২)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test