E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজস্থলীর গোল পাহাড় এলাকা থেকে বান্দরবান শেষ সীমানা পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

২০২২ অক্টোবর ২৩ ১৯:৪৬:৪৫
রাজস্থলীর গোল পাহাড় এলাকা থেকে বান্দরবান শেষ সীমানা পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি জেলা রাজস্থলী উপজেলার গোল পাহাড় থেকে বান্দরবান শেষ সীমানা পর্যন্ত  স্থানীয় অংশীদারিত্বে  রাস্তার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত  সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সাংসদ সদস‍্য দীপংকর তালুকদার (এমপি)।

২৩শে অক্টোবর রোজ রবিবার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের গোল পাহাড় হইতে মারমা পাড়া হয়ে বান্দরবানের শেষ সীমানা পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন কালে তিনি গণমাধ্যমকে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দুর্গম পাহাড়ে সড়ক যোগাযোগের মাধ‍্যমের নতুন দ্বার উন্মোচিত হচ্ছে। এক সময় সড়কের অভাবে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পরিবারের একমাত্র উৎপাদিত ফসল কৃষি দ্রব্যাদি সমুহ কাঁদে করে এলাকা থেকে বাজারে নিতে হতো। হেঁটে হেঁটে দিন ভোরে কাঁদে করে কাঁচামাল নিয়ে বিক্রির করা উদ্দেশ্যে বাজারে রওয়ানা দিলে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত।

কিন্তু বর্তমান সরকারের বিশেষ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন দুর্গম এলাকায় নতুন নতুন রাস্তাঘাট নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় বিশেষ করে কৃষকদের অনেক ভাগ্যের পরিবর্তন ঘটেছে। পাশাপাশি স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সুবিধা বেড়েছে।

শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাট জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, জেলা আওয়ামী লীগের সদস্য উথাইমিন মারমা, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, হেডম্যান মংবাথোয়াই মারমা, হেডম্যান, চথোয়াইনু মারমা, ইউপি চেয়ারম্যানে রবার্ট ত্রিপুরা, পুলক বড়ুয়া, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, অংছাইনু মারমা, সাংবাদিক হারাধন কর্মকার, শামসুল আলম, মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সরদার, সুইচাপ্রু মারমা প্রমুখ।

(আরএম/এএস/অক্টোবর ২৩, ২০২২)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test