E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

২০১৪ অক্টোবর ১৪ ০৯:২৬:৫১
দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস

দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ডিপিকো-৭ ও স্কোপ প্রকল্পের আয়োজনে ”দুর্যোগে মোরা নই দিশাহীন,সংগে আছেন অভিজ্ঞ প্রবীন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয় সোমবার।

বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক,শিক্ষার্থী,জিও/এনজিও প্রতিনিধিদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি ছবি বিশ্বাস বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান,মোঃ এমদাদুল হক খান,অন্যান্যের মধ্যে আলোচনা করেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকারম হোসাইন,এনজিও সমন্বয় পরিষদের সভাপতি পঙ্কজ মারাক,দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের দুর্যোগ ব্যাবস্থাপনা প্রকল্পের উপ-সমন্বয়কারী মর্তুজ আলী,ব্যাবস্থাপক আকতারুজ্জান বাবুল প্রমুখ।
অপরদিকে কাকৈরগড়া ইউনিয়নে ক্ষনূয়া গ্রামে শাপলা সিবিও/সমিতি এর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (সিবিডিএমসি) ও দুর্গাপুর এডিপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর যৌথ উদ্যোগে র‌্যালী ও আলোচনার মাধ্যমে উদযাপন করা হয়। সিবিডিএমসি ও এলাকার ৬০ জন গণ্যমান্য ব্যক্তি এ কর্মসুচীতে অংশ নেয়। সিবিডিএমসি-এর সদস্য এনায়েত হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাপলা সিবিওর সভাপতি আব্দুর রহিম বিশ্বাস, প্রধান অতিথি ছিলেন দুর্গাপুর এডিপির কৃষি কর্মকর্তা জগদীশ চন্দ্র্র মন্ডল, বিশেষ অতিথি-হ্যাবিটেট বাংলাদেশ এর দুর্গাপুর শাখার ম্যানেজার আশিষ সরকার উপস্থিত ছিলেন। আলোচনার পর সকলে সিদ্ধান্ত গ্রহণ করেন যে বাড়ির ভিটা উচু করা, ঘরের খুটি শক্ত করা, বেশী করে গাছ লাগানো, সড়ক ও বাধ মেরামত, বন্যায় শুকনো খাবার সংগ্রহ রাখা, সমিতিতে দুর্যো্েগর জন্য বিশেষ তহবিল বাড়ানো, এলাকার জনগনকে সচেতন করা, সরকারি-বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ ইত্যাদি কাজগুলো জোরদার করবেন। সভাপতি বলেন, উক্ত কাজগুলো করলে আমাদের দূর্যোগের ক্ষতি কম হবে ও আমরা ভাল থাকবো।


(এনএস/এসসি/অক্টোবর১৪,২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test