E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানুষের ভরসার জায়গা শৈলকুপা উপজেলা ব্লাড ব্যাংক

২০২২ অক্টোবর ২৬ ১৫:৫৭:৫২
মানুষের ভরসার জায়গা শৈলকুপা উপজেলা ব্লাড ব্যাংক

শেখ ইমন, শৈলকুপা : একটা সময় ছিল যখন প্রয়োজনের সময় অসুস্থ মানুষের রক্তের জন্য হাহাকার করতে হতো। মিলতো না কাঙ্খিত রক্ত। দুর্ভোগে পড়তে হতো অসুস্থ রোগী ও তাদের স্বজনদের। কিন্তু বর্তমানে পাল্টেছে সে চিত্র।  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কয়েকজন তরুণ শৈলকুপা উপজেলা ব্লাড ব্যাংক নামে একটি সংগঠন গড়ে তোলেন। বর্তমানে সংগঠনটি উপজেলার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে।

‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ স্লোগান নিয়ে তরুণ- আহম্মেদ ইমরান,সাজ্জাদ, সালমান ,আব্দুল্লাহ হাসিব আহম্মেদ সহ কয়েকজন তরুণ ২০২১ সালে শৈলকুপা উপজেলা ব্লাড ব্যাংক নামে ফেসবুকে একটি গ্রুপ খোলেন। এর মাধ্যমে রক্ত দেওয়ার জন্য ২০০ সদস্য নিবন্ধন করেছেন। নির্ধারিত ছকে রক্তদাতাদের ঠিকানা, ফোন নম্বর ও বিস্তারিত তথ্য সংগ্রহ করে রাখা হয়েছে। কোনো রোগীর রক্তের প্রয়োজন হলে ওই গ্রুপের সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে সেখানে পৌঁছে যান।

নিঝুম নামের এক রোগীর বাবা বলেন, আমার মেয়ের রক্তের গ্রুপ দুর্লভ। দ্রুত পাওয়া যায় না। ওকে সুস্থ রাখতে দ্রুত রক্তের প্রয়োজন ছিল। কিন্তু পাচ্ছিলাম না। তখন ফেসবুকে পোস্ট দিই। কয়েক ঘণ্টার মধ্যে শৈলকুপা উপজেলা ব্লাড ব্যাংকের সদস্যরা যোগাযোগ করেন। তিনি হাসপাতালে এসে আমার মেয়েকে রক্ত দিয়েছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ।’

শৈলকুপা উপজেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আহম্মেদ ইমরান বলেন, ‘অসুস্থ মানুষের রক্তের প্রয়োজন হলে বিপাকে পড়তে হতো। বিষয়টি আমাদের খুব কষ্ট দিত। তখন আমরা শৈলকুপা উপজেলা ব্লাড ব্যাংক নামকরণ করে একটি অনলাইন গ্রুপ তৈরি করি। যা এখন এ এলাকার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে।’

(এসআই/এসপি/অক্টোবর ২৬, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test