E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপ্তাইয়ে ইউপি সদস্য সজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২০২২ অক্টোবর ২৬ ২০:৫০:৫৯
কাপ্তাইয়ে ইউপি সদস্য সজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন



রিপন মারমা, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের এর ৫ নং জনবহুল ওয়ার্ডের ইউপি সদস্য ও রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য জনপ্রিয় সজিবুর রহমান সজিব এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, ০৪ নং কাপ্তাই ইউনিয়ন শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শোক র‌্যালী ও শোক সভা অনুষ্ঠিত হয়।

(২৬ অক্টোবর) তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কাপ্তাই ব্যাঙছড়ি সংলগ্ন এলাকায় সজিবুর রহমান সজিব কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এইছাড়া একটি শোক র‍্যালী কাপ্তাই নতুনবাজার হতে শুরু করে কাপ্তাই সড়ক প্রদক্ষিন হয়ে ব্যাঙছড়ি কবর স্থান প্রদক্ষিণ করে আবারোও কাপ্তাই নতুনবাজারে এসে শেষ হয়। এরপর কাপ্তাই নতুনবাজার এলাকায় শোক সভা অনুষ্ঠিত হয়।

এইসময় উপষ্ঠিত ছিলেন,কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম আজমীর, সাধারণ সম্পাদক আকতার আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম, তজমুল আলী, মোস্তাক আহম্মেদ, একরামুল হক, এম নুর উদ্দিন সুমন, কাজি রকিবুর রহমান মুন্না, শাখাওয়াত হোসেন শওকত নিজাম উদ্দিন ফরহাদ সহ কাপ্তাই ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইছাড়া কাপ্তাই ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ হতে সজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সভায় বক্তব্য মাধ্যমে নিহত সজীব মেম্বারের স্মৃতিচারণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। অনুষ্ঠিত শোক সভায় উপস্থিত সকলের গণস্বাক্ষর নেয়া হয় এবং হত্যাকারীদের বিচার দাবি করে আগামীকাল গণস্বাক্ষরসহ স্মারক লিপি প্রদান করা হবে বলেও জানান।

(আরএম/এএস/অক্টোবর ২৬, ২০২২)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test