E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহম্মদপুরে কভার্ড ভ্যান চুরি করে বিক্রির সময় আটক ২ 

২০২২ অক্টোবর ২৭ ১৭:৫৬:৩১
মহম্মদপুরে কভার্ড ভ্যান চুরি করে বিক্রির সময় আটক ২ 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে কভার্ড ভ্যান ট্রাক বিক্রির সময় চোর চক্রের ২জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। 

গতকাল বুধবার রাতে কভার্ড ভ্যানের বডি কেটে বিক্রির সময় তাদের আটক করে। আটককৃতরা হলেন নড়াইল জেলার লোহাগড়ার ছায়মানার গ্রামের মৃত সিরাজ মোল্যার ছেলে মোঃ ইয়ামিন মিয়া (২৫) ও খাগড়াছড়ি জেলার মাটিডাঙ্গা থানার দক্ষিন মুসলিমপাড়ার আব্বাস আলীর ছেলে জুয়েল রানা (২৯)। আজ বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার রাতে ঢাকা মেট্রো ট- ২০-৬৬৯৯ নম্বরের একটি কভার্ড ভ্যানের বডি কেটে নিয়ে যাওয়া হয়েছে। গাড়ীর বাকি অংশ কেটে নেওয়ার কাজ চলছে। এমন খবরের ভিত্তিতে মহম্মদপুর থানার এস আই মোঃ মোস্তাফিজুর রহমান, এএসআই আলী হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় গাড়ির সামনের কেবিন- চ্যাসিস সহ ইয়ামিন ও জুয়েল রানাকে আটক করা হয়।

একটি সুত্র থেকে জানা গেছে কয়েকদিন পূর্বে ঢাকা থেকে সয়াবিন বোঝাই করে কভার্ড ভ্যানটি চট্রগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু গাড়িটি চট্রগ্রামে না গিয়ে নারায়ণগঞ্জ এলাকায় গিয়ে চোরাই পথে তেল বিক্রি করে গাড়িটি মহম্মদপুরে এনে কেটে বিক্রি করা হচ্ছিল। গাড়ির মালিকের সন্ধান পাওয়া যাইনি।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ অসিত কুমার রায় বলেন, গাড়ি চোর চক্রের ২জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চোর চক্রের সাথে জড়িদের বিষয়ে তদন্ত চলছে। জড়িতদের শিঘ্রই আইনের আওতায় আনা হবে।

(বিএসআর/এসপি/অক্টোবর ২৭, ২০২২)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test