E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চুরি যাওয়া সেই কুকুরকে উদ্ধার করলাে পুলিশ

২০২২ অক্টোবর ২৯ ১৬:৫৮:০০
চুরি যাওয়া সেই কুকুরকে উদ্ধার করলাে পুলিশ

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরে চুরি যাওয়া সেই পােষা কুকুরটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। পরে কুকুরটিকে তার মালিকের কাছ হস্তান্তর করা হয়।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজলার কালীচরণপুর এলাকার এনএস ইটভাটা সংলগ্ন রবীন্দ্র দাসের বাড়ি থেকে কুকুরটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, শহরর আদর্শপাড়া এলাকা থেকে গত বুধবার একটি পােষা কুকুরকে চুরি করে নিয়ে যায় একটি চক্র।

কুকুরটির সন্ধান চেয়ে ঝিনাইদহ সদর থানায় অভিযাগ দায়ের করেন তার মালিক সালাউদ্দিন গাউস। বিষয়টি নিয়ে দৈনিক বাংলা ৭১সহ একাধিক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করা হয়।

পরে সদর থানার উপপরিদর্শক মাে: পারভেজ আহমদের নেতৃত্বে অনুসন্ধানে নামে পুলিশ। ৭২ ঘন্টার মধ্যে কুকুরটি উদ্ধার করত সক্ষম হন তারা।

সালাউদ্দিন গাউস বলেন, গত একবছর ধরে কুকুরটিকে নিজের সন্তানের মত করে লালন-পালন করছিলাম। কুকুরটি চুরি যাওয়ার পর আমার পরিবার শােক নেমে এসেছিল। আজ ফিরে পাওয়ার পর আমরা সবাই খুবই খুশি। সদর থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ আমার কুকুরটিকে খুঁজে দেওয়ার জন্য।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােহাম্মদ সােহল রানা জানান, গত তিনদিন ধরে কুকুরটি উদ্ধারের জন্য আমরা অভিযান চালিয়েছি। সর্বশেষ আজ দুপুরে তাকে উদ্ধার করতে সক্ষম হয়ছি।

(একে/এএস/অক্টোবর ২৯, ২০২২)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test