E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে হতদরিদ্রদের মধ্যে নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্পের অনুদান প্রদান 

২০২২ অক্টোবর ২৯ ১৭:৪০:২৬
ফরিদপুরে হতদরিদ্রদের মধ্যে নিরাপদ প্রসব সহযোগিতা প্রকল্পের অনুদান প্রদান 

দিলীপ চন্দ, ফরিদপুর : বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি এফপিএবির ফরিদপুর শাখার উদ্যোগে হত দরিদ্রদের মদ্যে গর্ভকালীন নিরাপদ প্রতিরোধ ও প্রসব সহযোগিতা প্রকল্প এর উদ্যোগে অনুদান প্রদান করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১ টায় এফ পিএবি নিজস্ব কার্যালয়ে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে এ অনুদান বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক এএসএম আলী আহসান, এ বিশেষ অতিথির সময় বক্তব্য রাখেন এফপিএবির জেলা কর্মকর্তা এ কে এম শাহজাহান, কো-অর্ডিনেটর প্রোগ্রাম মোঃ হাফিজুর রহমান, কো-অর্ডিনেটের প্রোগ্রাম সীমা আক্তার।

অনুষ্ঠানে মোট ২৪ জনকে আর্থিক সাহায্য প্রদান হিসেবে জন প্রতি পনেরশত টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া গত বৃহস্পতিবার রেসপন্ড প্রকল্পের আওতায় ইউ এস এইড এর আর্থিক সহায়তায় নির্যাতিত গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা এবং নিরাপদে প্রসবের প্রয়োজনে চারজন গর্ভবতী মাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সভায় বক্তারা এফ পি এবি এর বিভিন্ন ধরনের কার্যক্রম তুলে ধরেন এবং কম খরচে এই সেবা নেওয়ার জন্য ‌ এবং বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত করা হয়।

(ডিসি/এসপি/অক্টোবর ২৯, ২০২২)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test