E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘ইএএলজি প্রকল্পের উত্তম চর্চা ও ভালো শিখনগুলো ছড়িয়ে দিতে হবে’

২০২২ অক্টোবর ৩০ ১৮:৫১:৩৯
‘ইএএলজি প্রকল্পের উত্তম চর্চা ও ভালো শিখনগুলো ছড়িয়ে দিতে হবে’

দিলীপ চন্দ, ফরিদপুর : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ইএএলজি প্রকল্পের সমাপনী কর্মশালায় বলেছেন, স্থানীয় সরকারের ইএএলজি প্রকল্পভুক্ত উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে এই জেলায় ইএএলজি প্রকল্প সফলতার সাথে কাজ করেছে। ইএএলজি প্রকল্পের উত্তম চর্চা ও ভালো শিখনগুলো সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, যে সকল উপজেলা ও ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ কার্যকর নেই সেগুলোর সভা নিয়মিত করতে হবে। এবং ইউডিসিসির সভা নিয়মিত করার কথা বলেন। ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের ওয়েব পোর্টালের তথ্য হালনাগাদ করতে হবে। উপকারভোগীর তালিকা পোর্টালে আপলোড দিলে, যাতে সবাই এটি দেখতে পারে।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফরিদপুর ইএএলজি প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে পিছিয়ে পড়া উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের উত্তম চর্চা, শিখন এবং ভবিষ্যতে করণীয় বিষয়ক কর্মশালার উদ্ধোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, ইএএলজি প্রকল্পের আওতায়ধীন ইউনিয়ন পরিষদে ওয়ার্ডসভা, উন্মুক্ত বাজেট সভা, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ, নারী ও শিশুবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে কারিগরি সহায়তা প্রদান করেছে। ফলে ইউনিয়ন পরিষদগুলো এখন মানুষের কাছে জনবান্ধব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসাবে নিজেদের দক্ষতার প্রমাণ দিচ্ছে।

তিনি বলেন, একটি নিদিষ্ট এলাকার জনপ্রতিনিধি হিসেবে ভোটের আগে আপনারা বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে উন্নয়ন বৃদ্ধি করতে সহযোগিতা করবেন বলে অনেকেই আশ্বাস দিয়েছেন। তেমনি তার বাস্তবতা কতটুকু পালন করেছেন তার উপর দৃষ্টি রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে বাংলাদেশের কর্মকান্ড ডিজিটাল হিসেবে ঘোষণা করেন। সেই সময় থেকেই সকল ইউনিয়ন পরিষদের তথ্য ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। একটি ইউনিয়ন পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য ছবিসহ যোগাযোগের কন্টাক্ট নম্বর দেয়া রয়েছে। কখন কাকে দরকার তথ্য ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে।

তিনি বলেন, সরকারের সকল কার্যক্রম বাস্তাবয়ন ও পালন করা সকল জনপ্রতিনিধির দায়িত্ব ও কর্তব্য। বাস্তবপক্ষে অনেক জনপ্রতিনিধি নিজের টাকা-পয়সা খরচ করে নির্বাচিত হয়ে এসে প্রথমেই তার খরচ করা টাকা উত্তোলন করার মনস্থির করেন বা দুর্নীতির আশ্রয় নেন। জনপ্রতিনিধি হয়ে আর্থিকভাবে লাভবান হওয়া যায়না। নিজের টাকা-পয়সা খরচ করে জনগণের সেবা নিশ্চিত করতে হবে- এসকল শর্ত মেনে নিয়েই একজন ব্যক্তি জনপ্রতিনিধি হওয়ার জন্য মনস্থির করেন বা নির্বাচন করেন। নির্বাচিত হয়ে আসার পূর্বে জনগণকে বুঝাতে হবে যে আপনি নির্বাচিত হয়ে আসলে জনগণের জন্য কি কাজ করবেন বা কি করতে পারবেন না। জনগণকে বুঝাতে সক্ষম হলে জনগণ আপনাকে নেতা হিসেবে বা তাদের প্রতিনিধি হিসেবে মেনে নিবেন।

উদাহরণ হিসাবে তিনি বলেন, অনেকেই ফুলে-ফেঁপে উঠে, আয়ের উৎস সন্ধানে তখন শতভাগ জানা যায় অবৈধ আয়ের জন্য এত অর্থ জমা করেছে। বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে যে পরিমাণ কাজ করছে তার বাস্তব উদাহরণ প্রতিফলিত হচ্ছে। বড় বড় মেগা প্রকল্প সফলভাবে প্রতিষ্ঠানগুলো চালু হয়েছে।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আপনারা শপথ নিয়েছেন যে উদ্দেশ্যে তা মনে রাখবেন। পরম করুনাময় সৃষ্টিকর্তা আপনাকে স্বাক্ষর করার ক্ষমতা দিয়েছে তাহলে তা যথাযথভাবে পালন করবেন।

আপনারাদের নিজের ভোটার এলাকায় হেঁটে হেঁটে খোঁজ খবর নেন কারও কোন সমস্যা আছে কিনা তাহলে সমাজে সহজেই সমস্যা সমাধান হয়ে যাবে। একজন জনপ্রতিনিধি যদি তার বিচার বিক্রি করে দেয় তাহলে জনগণ কোথায় যাবে? এজন্য সকলেই বিভিন্ন বিষয় খোজ খবর নিয়ে সঠিক সমাধানের বিষয়ে স্মরণ রাখবেন। মানুষের বেসিক প্রয়োজন যা যা দরকার তার সবগুলো নিয়েই ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদ সব থেকে গুরুত্বপূর্ণ বিধায় ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম ডিজিটাল ঘোষণা করা হয়।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম নিয়ে গত পাঁচ বছর ইএএলজি অনেক কাজ করেছে। এ জেলার ৩০টি ইউনিয়ন পরিষদ ও ২টি উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তা/কর্মচারীদের অনেক প্রকার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, দক্ষতা বৃদ্ধি করা হয়েছে। আইন ও বিধি-বিধান অনুযায়ি কাজ করার জন্য আপনাদের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। আপনাদের দক্ষ করে গড়ে তোলা হয়েছে। পরিষদের সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ইএএলজি প্রকল্প আপনাদের নিয়ে কাজ করেছেন।

ইএএলজি প্রকল্প ফরিদপুর জেলায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছে। ইএএলজি প্রকল্প কতৃপক্ষ, তথা স্থানীয় সরকার বিভাগ ও উন্নয়ন সহযোগি সংস্থাকে এই জেলায় প্রকল্পটি বাস্তবায়ন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন জেলা প্রশাসক অতুল সরকার।

দিনব্যাপী কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা সভাপতিত্বে তিনি প্রকল্পের উত্তম চর্চা, শিখন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সকলকে অবহিত করেন।

ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার ২০১৮ সাল হতে ২০২২ সাল পর্যন্ত ইএএলজি কর্তৃক ফরিদপুর জেলায় যে সকল কার্যক্রম বাস্তবায়ন করা হয় তার বাস্তবায়ন সার্বিক অগ্রগতি, চ্যালেঞ্জ, এবং সুপরিশসমূহ পাওয়া পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্য তুলে ধরেন।

কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ , উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, এলজিএসপি ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, সেভ দ্যা চিলড্রেন মা মনি প্রকল্পের ম্যানেজার, ইউপি সচিব, নারী উন্নয়ন ফোরামে সদস্যবৃন্দ ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যগণ অংশগ্রহণ করেন।

(ডিসি/এসপি/অক্টোবর ৩০, ২০২২)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test