E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝিনাইদহে বিপ্লবী কমিউনিস্ট লীগের কমিটি গঠন

২০২২ অক্টোবর ৩১ ১৮:১৫:৩৭
ঝিনাইদহে বিপ্লবী কমিউনিস্ট লীগের কমিটি গঠন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে বিপ্লবী কমিউনিস্ট লীগের কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (৩১অক্টোবর) দুপুরে শহরের কবি সুকান্ত সড়কে দৈনিক সত্যপাঠ কার্যালয়ে কমিউনিস্ট লীগের প্রবীণ নেতা কমরেড শামসুজ্জামান আক্তা রের সভাপতিত্বে জেলার কমিউনিস্ট লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কোভিদ জাহিদ।

বর্ধিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্র কমিটির সদস্য কমরেড মোফাজ্জল হোসেন মঞ্জুসহ জেলার ছয় উপজেলা থেকে আগত প্রতিনিধিগণ। সভা শেষে সর্বসম্মতিক্রমে কমরেড শাহিদুলে নাম পল্লবকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট বিপ্লবী কমিউনিস্ট লীগের ঝিনাইদহ জেলা কমিটি গঠন করা হয়। জেলা কমিটিতে চার জন সম্পাদক মণ্ডলী সদস্য ও দুইজন বিকল্প সদস্য অন্তর্ভুক্ত করা হয়। সম্পাদক মন্ডলীর সদস্য হলেন কমরেড মোফাজ্জল হোসেন মঞ্জু, কমরেড সাহিদুল এনাম পল্লব, কমরেড মিজানুর রহমান ও কমরেড রাজা।

জেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন কমরেড স্বপ্না সুলতানা, কমরেড নজরুল ইসলাম মাস্টার, কমরেড আব্দুর রাজ্জাক, কমরেড শামসুর রহমান আক্তার কমরেড তহিদুল ইসলাম কমরেড মতিউর রহমান, কমরেড আমজাদ হোসেন উজ্জ্বল। বিকল্প সদস্য হলেন কমরেড মোকাম্মেল ও কমরেড চয়নিকা মজুমদার।

এর আগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি লাল পতাকা ও বিভিন্ন ফেস্টুন নিয়ে একটি মিছিল শোভাযাত্রা বাহির হয়। মিছিলটি শহরের পায়রা চত্বর এলাকা প্রদক্ষিণ করে স্টেডিয়াম গেটে এসে শেষ হয়।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর খুলনাতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী ও বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ ঐক্যবদ্ধ হয়ে একটি পার্টিতে পরিণত হয়ে বিপ্লবী কমিউনিস্ট লীগ নামে নতুন একটি সংগঠনের জন্ম হয়। বিপ্লবী কমিউনিস্ট লীগ গঠিত হওয়ার পর ঝিনাইদহের রাজপথে এই প্রথম মিছিল বাহির করল বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।

(একে/এসপি/অক্টোবর ৩১, ২০২২)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test