E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাপ-বেটার দৌরাত্ম্য চরমে

শৈলকূপায় আ.লীগ নেতার ভয়ে মুখ খোলেনা কেউ!

২০২২ নভেম্বর ০১ ১৬:১১:০৬
শৈলকূপায় আ.লীগ নেতার ভয়ে মুখ খোলেনা কেউ!

স্টাফ রিপোর্টার, শৈলকূপা থেকে ফিরে : ২টি টিনের ঘর ১ একর জমি থেকে আওয়ামীলীগ নেতা এখন কোটিপতি। পিতা-পুত্র মিলে গড়ে তুলেছেন সম্পদের বিশাল পাহাড়। গোপনে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে ঝুঁড়ি ঝুঁড়ি লিখিত অভিযোগ দিয়েও শেষ রক্ষা পাচ্ছেনা শৈলকূপার হিন্দুরা। বলছিলাম ধলহরাচন্দ্র ইউনিয়নের অতি পুরনো বাণিজ্যিক এলাকা লাঙ্গলবাঁধের কথা। স্বাধীনতা পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের বিত্ত-বৈভবের কমতি না থাকলেও লাঙ্গলবাঁধ এলাকায় নিরাপত্তা নেই বিন্দুমাত্র। বর্তমান সরকারের শাসনামলে সবচেয়ে বেশি হিন্দু নির্যাতনের শিকার হয়েছে পিতা-পুত্রের রাম-রাজত্বে। দিনের পর দিন নির্যাতনের স্ট্রিমরোলারে বহু নিপিড়িত নির্যাতিত মানুষ আজ বাকরুদ্ধ। সামাজিক নিরাপত্তা নেই, রাজনৈতিক সহমর্মিতা নেই, নেই ব্যবসা-বানিজ্যের প্রসারতা, ভয় আতঙ্কে স্থবির হয়ে আছে গোটা এলাকা।

৩০ হাজার ৭৯২ জন মানুষের বিশাল ইউনিয়ন শৈলকূপার ধলহরাচন্দ্র। শৈলকূপা উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে গড়াই তীরে অবস্থিত অতি পুরনো লাঙ্গলবাঁধ বাজার। একপাশে মাগুরার শ্রীপুর ওপারে রাজবাড়ী জেলার পাংশা। তিন থানার সীমানা ঘেঁষে কালে-কালে গড়ে ওঠা বাজারের বেশিরভাগ বড় বড় ব্যবসায়ী হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায়ের। রয়েছে সেকেলে জমিদারী, সম্পদশালী সব ধনিক-বণিকের বসবাস, একাধিক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, মিল-কলকারখানা, সরকারি-বেসকারি অফিস। সবমিলিয়ে একটি মিনি উপজেলায় ত্রাসের রাজত্ব চালিয়ে যাচ্ছেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ও তাঁর ছেলে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি দিনার বিশ্বাস। প্রয়াত আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের হাত ধরে ১৯৮৩ সালে আওয়ামীলীগের রাজনীতিতে প্রবেশ করে পরপর ৩ বার মেম্বার নির্বাচিত হন। এরপর ১৯৯৮ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পরবর্তীতে ২০১১ সাল থেকে অদ্যাবধি চেয়ারম্যানের চেয়ারে বসে কনিষ্ঠ পুত্র দিনার বিশ্বাসকে নিয়ে আসেন রাজনীতিতে। পিতা-পুত্রের নীরবে চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য, জমি দখল, গাছ কর্তন, সরকারি প্রকল্প হাতানো, হামলা-মামলা, প্রতিপক্ষ ফাঁসানোসহ হিন্দুদের নিকট থেকে ধার কর্জের কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও ভয়ে প্রকাশ্য মুখ খোলেনা কেউ। ছাত্রলীগ নেতা দিনার বিশ্বাসের নেতৃত্বে গড়ে ওঠা একঝাঁক উঠতি যুবকদের নিয়ে ডাউটিয়া ও লাঙ্গলবাঁধ বাজার কেন্দ্রিক একটি বেপরোয়া সন্ত্রাসী বাহিনী। এরা রাতের আঁধারে দিনের আলোতে মানুষ পিটিয়ে কুপিয়ে জখম করে, দখল করে বিরোধপূর্ণ জমিজমা কেটে নেয় সরকারি গাছপালা।

খোঁজ নিয়ে জানা গেছে পিতা-পুত্রের পেটোয়া বাহিনীর হাতে জিম্মি হয়েছে লাঙ্গলবাঁধ বাজারের প্রয়াত জমিদার যতিন্দ্রমোহনের পুত্র অচিন্ত্য কুমার কুণ্ডু, নারায়ন কুণ্ডুর ছেলে নির্মল কুমার কুণ্ডু, অজিৎ কুণ্ডুর ছেলে রাম কুণ্ডুসহ আরো অনেক মানুষ। তবে এসব ভুক্তভোগীরা ভয়ে প্রকাশ্য বক্তব্য দিতে নারাজ এমনকি নাম প্রকাশেও রয়েছে আপত্তি। নামকাওয়াস্তে দলিল করে পানির দরে করা হয়েছে জমি দখল, ধার-কর্জ করা হয়েছে লাখ লাখ টাকা, যা বছরের পর বছর অফেরতযোগ্য।

নাম প্রকাশ না করার শর্তে কামারিয়া গ্রামে হামলার শিকার এক হিন্দু ভুক্তভোগী জানান, জয়ন্ত কুমার নামে প্রতাপশালী ব্যক্তিকে ত্রাসের ছায়া সরকার বানিয়ে তার মাধ্যমে চেয়ারম্যান মতিয়ার রহমান ও দিনার বিশ্বাস গড়ে তুলেছেন ভয়ঙ্কর একটি সিন্ডিকেট। যারা সুদ-কারবারি, সালিশ বৈঠক ও বাজারের দিন সাপ্তাহিক সুদের ভাগবাটোয়ারা নিয়ন্ত্রণ করে। মূলত পিতা পুত্রের রাজত্বে প্রয়োজন বুঝে কৌশলে সংখ্যালঘুদের ব্যবহার করা হয়। কয়েকশ দোকান বসিয়ে ডাউটিয়া গ্রামে বাজার গড়ে তুলেছেন চেয়ারম্যান মতিয়ার রহমান। এখানে ছায়া কমিটি করে দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করেন পিতা-পুত্র।

অভিযোগ রয়েছে ৩ শতাধিক মানুষের নিকট অগ্রিম প্লট বিক্রি করে হাতিয়ে নিয়েছেন প্রায় কোটি টাকা উক্ত প্লট রোজিষ্ট্রি না করেই নতুন বাণিজ্যের পায়তাড়া চালাচ্ছেন। ডাউটিয়া বাজারে সরকারি জমি ও পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে বিশাল মার্কেট ভাড়া দিয়েছেন। লাঙ্গলবাঁধ আদিল উদ্দিন ডিগ্রি কলেজের সভাপতি তার জ্যৈষ্ঠপুত্রবধু রওশন আরা আফরোজ, লাঙ্গলবাঁধ নবদয় মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তার কনিষ্ঠ পুত্র দিনার বিশ্বাস, ডাউটিয়া ও ধাওড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি চেয়ারম্যান মতিয়ার রহমান নিজেই। আদিল উদ্দিন কলেজে অনার্স কোর্স চালুর কথা বলে ২০টি পদে প্রায় কোটি টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ আছে।

এছাড়াও ঠাকুর মালিথা, করুনাকর, মালিথিয়া, নন্দীরগাতি, কুশোবাড়িয়া, বন্দেখালী, কাশিনাথপুর, ছাইভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়নে চাকরি দিয়ে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। ধাওড়া মাধ্যমিক ও ডাউটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবস্থা আরো ভয়াবহ। আওধা মাঠে ৪ একর জমি ছাড়াও লাঙ্গলবাঁধ বাজারে কেন্দ্রিক কয়েক কোটি টাকার জমি কিনে পরিবারটি এখন বহু কোটি টাকার মালিক। সম্পদের এ পাহাড়ে চাপা পড়েছে ইউনিয়নের বহু ক্ষতিগ্রস্থ নির্যাতিত আওয়ামীলীগের নেতাকর্মী ও সংখ্যালঘু পরিবারের আহাজারি। ভাংচুর-হামলা মামলার ভয়ে এখন আর কেউ ভয়ে মুখ খোলেনা। অঘোষিত এ মিনি উপজেলার রাজাধিরাজ চেয়ারম্যান মতিয়ার রহমানের বিরুদ্ধে অভিযোগ তুলে পঙ্গু হয়েছে অনেকে এর মধ্যে কামারিয়া গ্রামের প্রদুৎ কুমার, বন্দেখালী গ্রামের প্রয়াত চেয়ারম্যানপুত্র যুবলীগ নেতা আসাদুজ্জামান নান্নু, কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলাম প্রমুখ।

নির্যাতন ও বাড়িছাড়ার মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক মেম্বর চাঁদ আলী বিশ্বাস, উলুবাড়িয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা নুর আলম জিকু, ডাউটিয়া গ্রামের সাবেক মেম্বর খবির হোসেন, মালিথিয়া গ্রামের জালাল হোসেন, নন্দীগাতি গ্রামের যুবলীগ নেতা আকিদুল ইসলাম প্রমুখ। পিতা-পুত্রের প্রকাশ্য ও নেপথ্য মদদে বহু অপকর্ম করলেও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা হওয়ার সুবাদে ধরাকে স্বরাজ্ঞান করে চলেছেন। একছত্র ঠিকাদারী, নিয়োগ বাণিজ্য, দখল দৌরাত্ম আর নীরব চাঁদাবাজিতে অতিষ্ঠ ইউনিয়েনের মানুষের নিকট খোঁজ নিলেই বেরিয়ে আসবে বহু বিভিষিকাময় গোপন খবর। দীর্ঘদিন ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এবং পুত্র ছাত্রলীগের সভাপতি পদ বাগিয়ে একছত্র ঠিকাদারী ছাড়াও উপজেলার বিভিন্ন টেন্ডার ও নিয়োগ বানিজ্যের ভাগবাটোয়ারায় পরিবারটি নামে বেনামে গড়ে তুলেছে টাকা পাহাড়।

সম্প্রতি ডাউটিয়া গ্রামে সংখ্যালঘুদের জমিজমা দখল ও চাঁদাবাজির অপকৌশল রপ্ত করতেই কালীমন্দিরে হামলা চালাতে পারে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। মোটা অংকের টাকা দিয়ে ডাউটিয়া মন্দিরে হামলা ও কামারিয়া গ্রামে সংখ্যালঘু পল্লীতে হামলার ঘটনা ভিন্নখাতে চালাতে নানা অপকৌশল করে যাচ্ছেন আওয়ামীলীগ নেতা মতিয়ার রহমান। পুলিশের প্রশংনীয় ভূমিকায় দোষীদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করলেও পলাতক রয়েছে মূলহোতা দিনার বিশ্বাস। দিনারের নেতৃত্বে লাঙ্গলবাঁধ গড়াই নদীতে চলমান জুয়াবোর্ডে পুলিশের হানা, মাঝনদীতে প্রমোদতরী আটক, অসামাজিক কার্যকলাপে অংশ নেয়া নর্তকীদের ধাওয়া করে গোটা সন্ত্রাসী বাহিনীদের খুঁজছে পুলিশ। শৈলকূপার হিন্দু সম্প্রদায় ও লাঙ্গলবাঁধ বাজার ব্যবসায়ীদের চাপা ক্ষোভ কষ্টের বিস্ফোরন হতে পারে যে কোন সময়, বেরিয়ে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্যউপাত্ত।

এ ব্যাপারে শৈলকূপা উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও ইউপি চেয়াম্যান মতিয়ার রহমান বিশ্বাস বলেন, প্রতিপক্ষরা তার পরিবারকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা অন্যায় দূর্নীতির সাথে জড়িত নয়, তবে হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায়ের উপর নীরব নির্যাতন, নিয়োগ বাণিজ্য ও কোটি কোটি টাকার জমির মালিক হওয়ার বিষয়ে অস্বীকার করেছেন। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি দিনার বিশ্বাসকে বহুবার ফোন করলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আদিল উদ্দিন কলেজের সভাপতি জ্যৈষ্ঠ পুত্রবধু রওশন আরা আফরোজ অস্থায়ীভাবে চট্টগ্রাম শহরে বসবাস করেন।

তিনি জানান, মূলত কলেজটি তাঁর শ্বশুর মতিয়ার চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা দেবর দিনার বিশ্বাস নিয়ন্ত্রণ করে থাকেন তিনি শুধুমাত্র চিটাগাং থেকে প্রয়োজন বুঝে তিনি বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর সম্পাদন করে থাকেন।

(একে/এসপি/নভেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test