E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বালিয়াকান্দিতে সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

২০২২ নভেম্বর ০১ ১৭:০৮:৩১
বালিয়াকান্দিতে সরকারি জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি জমি দখল করে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের বালিয়াকান্দি কাঁচা বাজারের এক পাশের ৫শতাংশ জমির উপর ঘর তোলার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে বালিকায়াকান্দি বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন।

গতকাল মঙ্গলবার জানা গেছে, বালিয়াকান্দি থানার কয়েক’শ গজ সামনে বালিয়াকান্দি কাঁচা বাজার অবস্থিত। কাঁচা বাজারে শতাধিক ব্যবসায়ী ব্যবসা করেন। বাজার ব্যবসায়ীদের সুবিধার জন্য সরকার একটি টয়লেট নির্মাণ করেছে সরকার। সেই টয়লেটের পেছনে ৫শতাংশ জমির উপর রাতের অন্ধকারে টিন সেড ঘর নির্মাণ করেছেন বালিয়াকান্দি উপজেলা সদর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা করিম শেখ। গত কয়েকদিন ধরে রাতের অন্ধকারে ঘর নির্মাণ করলেন সরকারি জমি দখল মুক্ত করতে পারেনি স্থানীয় প্রশাসন।

এ ব্যাপারে দখলদার করিমের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেনি। তবে করিমের বাবা মো. নুরুন্নবি শেখ বলেন, আমার ছেলে জমি দখল করার ক্ষমতা নাই। স্থানীয় এক চেয়ারম্যান তাকে ঘর তুলতে বলেছেন। তাই সে ঘর করছেন। তবে দখলকৃত জায়গার সরকারি সম্পতি বলে জানান তিনি।

বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বলেন, বালিয়াকান্দিতে সরকারি জমি দখলের উৎসব শুরু হয়েছে। কাঁচা বাজারের জমি দখল করার চেষ্টা করা হচ্ছে। ৪/৫দিন হয়ে গেল জমি দখলমুক্ত করার ব্যাপারে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।

এ ব্যাপারে বালিয়াকান্দি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. মোকলেসুর রহমান বলেন, আমি দীর্ঘদিন ভারতে চিকিৎসাধীন ছিলাম। আমি বিষয়টি জানি না।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, দখলকৃত সরকারি সরকারি সম্পত্তি হলে দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত করা হবে।

(এমজি/এসপি/নভেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test