E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪০ বছরের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ দখলের চেষ্টা!

২০২২ নভেম্বর ০১ ১৭:২২:১৭
৪০ বছরের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরসহ দখলের চেষ্টা!

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে দীর্ঘ ৪০ বছরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। দোকান ভাঙচুরের পর ঐ জায়গা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মুদির দোকানদার। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

গতকাল সোমবার (৩১ অক্টোবর) দুপুরে বালিয়াকান্দি বাসস্ট্যান্ডে কানু সোমের মুদির দোকানকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান।

স্থানীয় বাসস্ট্যান্ডের ব্যবসায়িরা জানান, কানু সোম দীর্ঘ ৪০ বছর ধরে ছোট এই দোকানটিতে ব্যবসা করে আসছেন। কিন্তু হঠাৎ করে সোমবার দুপুরে দেখি স্থানীয় ব্যবসায়ি আলিমুজ্জামানসহ বেশ কয়েকজন ঐ দোকানের মালিকানা দাবী করে পিছন থেকে টিনের বেড়া ভেঙে ফেলছে। ভাঙার খবর পেয়ে কানু সোম ও তার স্বজনরা ঘটনাস্থলে এসে ঘর ভাঙায় বাধা দেয়।

ভুক্তভোগী দোকানদার কানু সোম (৭৫) বলেন, বহরপুর ইউনিয়নের ৫১ নং ইলিশকোল মৌজার দিয়ারা খতিয়ান নং -৮, দাগ নং- ২৪৭/১৩০৫ যাহার বিএস দাগ নং ১০৭। এই জায়গাটি আমার পৈত্রিক সম্পত্তি। আমি দীর্ঘ ৪০ বছর ধরে এখানে পানের মুদির দোকান ও বাসের টিকিট কেটে আসছি। কিন্তু হঠাৎ করে ইলিশকোল গ্রামের মো: হোসেন আলী মন্ডলের ছেলে মো: আলিমুজ্জামান সোমবার দুপুরে ৭-৮ জনসহ আমার দোকানের পিছনের বেড়া ভেঙে জায়গা দখলের চেষ্টা চালায়।

এ সময় তারা আমার দোকানের সব মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় লাখ টাকা। এছাড়া ক্যাশ বাক্সে থাকা ১১ হাজার ২০০ টাকাও তারা নিয়ে যায়। এ বিষয়ে আমি থানা, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি। আলিমুজ্জামানের লোকজন এখনো আমাকে হুমকি দিচ্ছে। আমার পরিবারের সদস্যদেরকে জীবননাশের হুকমি দিচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো: আলিমুজ্জামানের বড় ছেলে জহুরুল ইসলাম বলেন, দোকান ভেঙেছে কিনা আমার জানা নেই। তবে সন্ধ্যার দিকে স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি আমার বাবার ওপর হামলা চালায়। এতে আমার বাবা গুরুতর আহত হলে বালিয়াকান্দি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। পরে রাতেই হাসপাতাল থেকে তাকে বাড়িতে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থেকে দুটি অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত চলছে। ওখানে যেন কোন বিশৃঙ্খলা না ঘটে সে বিষয়ে উভয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

(একেএমজি/এসপি/নভেম্বর ০১, ২০২২)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test