E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১৫ বছরের ফারজানা গোয়ালন্দ উপজেলার ইউএনও

২০২২ নভেম্বর ০২ ১৪:২৯:৪২
১৫ বছরের ফারজানা গোয়ালন্দ উপজেলার ইউএনও

এ কে আজাদ, রাজবাড়ী : স্কুলছাত্রী ফারজানা আক্তার (১৫) এক ঘন্টার জন্য রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রতীকী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব পালন করেছে।

মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে এ দায়িত্ব পালন করে।

ফারজানা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার গালর্স হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ও ন্যাশনাল চাইল্ড টাস্কফোর্সের (এনসিটিএফ) সহ-সভাপতি।

সে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সামছু মাস্টারপাড়া গ্রামের রবিন শেখের মেয়ে। বিভিন্ন শিশু সংগঠনের সঙ্গে যুক্ত ফারজানা।

ইউএনওর দায়িত্ব পেয়ে বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ, ইভটিজিং, করোনা সচেতনতা ও মাদক নিয়ন্ত্রণের নানা দিক নিয়ে আলোচনা করে ফারজানা আক্তার।

গোয়ালন্দ ইউএনও মো. জাকির হোসেন বলেন, আজকের তরুণ প্রজন্ম একদিন দেশের উন্নয়নে কাজ করবে ও সমাজের নেতৃত্ব দেবে। তাই শিশুদের ছোট হতেই দেশের জন্য প্রস্তুত করার এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।

পরে ইউএনওর পক্ষ থেকে ফারজানা আক্তারকে শহীদ জননী জাহানারা ইমামের লেখা একটি বই উপহার দেওয়া হয়।

(একে/এএস/নভেম্বর ০২, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test