E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মহম্মদপুরে বিহারীলাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা ৪ নভেম্বর

২০২২ নভেম্বর ০৩ ১৬:৩৭:০৩
মহম্মদপুরে বিহারীলাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা ৪ নভেম্বর

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে  ৪ নভেম্বর ঐতিহ্যবাহী বিহারী লাল শিকদার ৯তম বার্ষিকী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার। 

এবার নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে মেলা কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। চারিদিকে শুধু সাজ সাজ রব রব অসংখ্য স্বাগত গেট শুভেচ্ছা ব্যানার-ফেস্টুনে এবং সেতু এলাকায় মেলা মঞ্চ সাজানো হয়েছে। তৈরী করা হয়েছে একাধিক স্বাগতম গেট। মেলা শুরুর আগে থেকেই উপজেলার বিভিন্ন বাড়ীতে আত্মীয় স্বজনেরা আসতে শুরু করেছেন নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা উপভোগ করতে। এছাড়া দেশের বিভিন্ন এলাকা থেকে স্টল রকমারি খাবার বিভিন্ন দোকান পাট আকর্ষণীয় নাগরদোলা এবারের নৌকা বাইচ মেলায় স্থান পেয়েছে।

মহম্মদপুরে মধুমতি নদীতে শেখ হাসিনা সেতু সংলগ্ন বিহারী লাল শিকদার নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য নারী-পুরুষ শিশু-কিশোর রা নদী পাড়ে ভিড় করতে দেখা যায়। এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আশপাশের মাগুরা- ফরিদপুর বিভিন্ন জেলাও উপজেলার নানান শ্রেণী-পেশার মানুষ নৌকা বাইচ দেখতে মধুমতি নদীর পাড়ে ভিড় করতে দেখা যায়। মেলা কমিটির পক্ষ থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় এবার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিবে।

(বিএসআর/এসপি/নভেম্বর ০৩, ২০২২)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test