E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিজের অপকর্ম ঢাকতে অন্যকে দোষারোপ 

২০২২ নভেম্বর ০৩ ১৭:৫০:৪৬
নিজের অপকর্ম ঢাকতে অন্যকে দোষারোপ 

রাজবাড়ী প্রতিনিধি : অতুল সরকার পাংশা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হয়েছেন পাট্টা ইউনিয়ন পরিষদের সদস্য। তার রয়েছে উৎস মহিলা উন্নয়ন সংস্থা নামে একটি এনজিও। অভিযোগ রয়েছে রীনা বিশ্বাস নামের এক নারীর কাছ থেকে জোর পূর্বক নিজেরায়ত্তে নিয়ে চড়া সুদে মাসিক কিস্তিতে লোন প্রদান করেছে। 

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চন্ডিপুর নামক স্থানের নামে উৎস মহিলা উন্নয়ন সংস্থার রেজিষ্ট্রেশন রয়েছে। তবে ওই স্থানে কোন অফিস না থাকলেও অতুল সরকার তার নিজ এলাকা পাট্টায় রাজকীয় অফিস করে কিস্তির নামে সুদে কারবারি চালাচ্ছে।

তার এই সুদে কারবারের মূল স্থান পাংশা সাব-রেজিস্ট্রি অফিস।এই অফিসের বিভিন্ন অসচ্ছল দলিল লেখক ও স্ট্রাম্প ভেন্ডারদের তিনি কিস্তির নামে চড়া সুদে টাকা দেন।

এছাড়াও অভিযোগ রয়েছে পাংশা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্রাম্প ভেন্ডার সমিতির বাইরে গিয়ে সাধারণ মানুষদের ঠকিয়ে আসছে এই অতুল সরকার।

তার এই অপকর্ম আর মজবুত করতে পাংশা পৌর এলাকার কয়েকজন চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের মাধ্যমে দলিল লেখক ও স্ট্রাম্প ভেন্ডার সমিতির ভেঙে দিতে পায়তারা চালাচ্ছে।

তবে তাদের এই কু-মতলব বুঝতে পেরে পাংশা দলিল লেখক ও স্ট্রাম্প ভেন্ডার সমিতির সকল সদস্য তাদের মৌন সমর্থনের মাধ্যমে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দলিল লেখক জালাল উদ্দীন বিশ্বাস কে সভাপতি করে কমিটি গঠন করে।

যার ফলে গত মঙ্গলবার দলিল লেখক অতুল সরকার ও সাইফুল ইসলাম কে পাংশা দলিল লেখক ও স্ট্রাম্প ভেন্ডার সমিতির সভাপতি জালাল উদ্দীন বিশ্বাস সাধারণ মানুষ কে না ঠকানোর অনুরোধ করলে তারা আরও বেপরোয়া হয়ে যায়।

এ সময় দলিল লেখক ও স্ট্রাম্প ভেন্ডার সমিতির সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। পরে অতুল সরকার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

এ বিষয়ে দলিল লেখক ও স্ট্রাম্প ভেন্ডার সমিতির সভাপতি জালাল উদ্দীন বিশ্বাস বলেন, অতুল সরকার তার ইচ্ছা মতো সাধারণ মানুষের কাছ থেকে জমি রেজিষ্ট্রেশনের জন্য অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে আমি বাঁধা প্রদান করলে সেই আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।

এ বিষয়ে কথা বলার জন্য অতুল সরকারের মুঠোফোনে একাধিক বার ফোন দেওয়া হলেও কথা বলা সম্ভব হয় নাই।

(এমজি/এসপি/নভেম্বর ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test