E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে জেল হত্যা দিবস পালিত

২০২২ নভেম্বর ০৩ ২১:০৫:৩৪
রাজবাড়ীতে জেল হত্যা দিবস পালিত

একে আজাদ ও মিঠুন গোস্বামী, রাজবাড়ী : স্বাধীন বাংলাদেশের কালো দিন হিসেবে চিহ্নিত জেল হত্যা দিবস পালন করেছে রাজবাড়ী জেলা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরর্শেদ আরুজ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতিসহ অন্যান্য নেতারা।

এসময় জাতীয় চার নেতার আত্মত্যাগের কথা তুলে ধরে বক্তারা বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ দেশের মানুষ সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সেই সাথে জাতির পিতা ও তার পরিবারসহ জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যাকারীরা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে মন্তব্য করে সকলকে সজাগ থেকে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

পরে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দোয়া মোনাজাত করা হয়।

(একেএমজি/এএস/নভেম্বর ০৩, ২০২২)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test