E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

২০২২ নভেম্বর ০৫ ১৮:০১:৫৭
লক্ষ্মীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

শিমুল সাহা, লক্ষ্মীপুর : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে পালিত হয়েছে ৫১তম জাতীয় সমবায় দিবস।

শনিবার (৫ নভেম্বর) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।

বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আশফাকুর রহমান মামুন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন রুমি, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ও জেলা সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ।

সভায় বক্তারা বলেন দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপররিসীম। সমবায় একটি দর্শন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে স্বীকৃতি দিয়েছেন এবং সমবায়কে গণমূখী আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছিলেন।

বক্তারা আরো বলেন, সমবায়ের প্রধান লক্ষ্য একতা, সততা এবং বিশ্বাস। সমবায়ের সকল সদস্যদের একতা, সততা ও বিশ্বাস অর্জন করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে সকলকে একসাথে কাজ করে যেতে হবে।

(এস/এসপি/নভেম্বর ০৫, ২০২২)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test