E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন লাবু চৌধুরী 

২০২২ নভেম্বর ০৬ ১৬:০৮:০৯
নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন লাবু চৌধুরী 

সালথা প্রতিনিধি : হাজারো নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে ও ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। আজ রবিবার সকালে উপজেলার রসুল হামিদ মঞ্জিলে লাবু চৌধুরীকে এ শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে শাহদাব আকবর লাবু চৌধুরী বলেন, আমাকে ফরিদপুর-২ আসনের জনগন ভোট নির্বাচিত করেছে। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী যেভাবে এই অঞ্চলের মানুষের সেবা করে গেছেন, আমিও তেমন করে এই অঞ্চলের মানুষের সেবা করে যাবো। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করে যাবো।

এসময় প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মেঝছেলে সাজিদ আকবর চৌধুরী, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান ইশারত হোসেন সহ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত ফরিদপুর-২, আসনের উপনির্বাচনে শাহদাব আকবর লাবু চৌধুরী নৌকা প্রতীকে ৬৮ হাজার ৮১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া বটগাছ প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।

সকাল ৮টা থেকে এ আসনের মোট ১২৩ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। মোট ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন ভোটারের মধ্যে ৮৩ হাজার ৬৯০ জন ভোটার ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করেন। সুষ্ঠু-শান্তিপুর্ণ পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজদা চৌধুরীর মত্যুতে গত ১১ সেপ্টেম্বর ফরিদপুর-২ (সালথা-নগরকাদা-কৃষ্ণপুর) সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়। গত ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

(এএন/এসপি/নভেম্বর ০৬, ২০২২)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test