E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

২০২২ নভেম্বর ১০ ১৭:৩৭:২৪
বিএম কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পূর্বের মওকুফকরা ফি তৃতীয় বর্ষের সেমিস্টার ফি’র সাথে যুক্ত করে টাকা জমা দেয়ার নোটিশ দেয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সরকারী বিএম কলেজের শিক্ষার্থীরা।

প্রথমে শিক্ষার্থীরা সকাল দশটার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ করে জিরো পয়েন্টে সাংবাদিক সম্মেলন করে তাদের দাবি তুলে ধরেন। সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বিজন সিকদার বলেন, করোনাকালীন সময় আন্দোলন করে ছয়শ’ টাকা মওকুফ করানো হয়েছিল। সেই টাকা যুক্ত করে কলেজ কর্তৃপক্ষ তৃতীয় বর্ষের সেমিস্টার ফি দেয়ার জন্য নোটিশ দিয়েছে। তারা কোনভাবেই মওকুফকৃত ফি দেবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন। একইসাথে ওই ফি মওকুফ করা না হলে লাগাতার কর্মসূচী দেয়ারও হুমকি দেয়া হয়।

এরপর বিএম কলেজের সামনে সড়ক অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এসময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে তারা বেলা এগারোটার দিকে ওইস্থান থেকে বিক্ষোভ মিছিল বের করে ঢাকা-বরিশাল মহাসড়কের কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদে গিয়ে সড়ক অবরোধ করেন।

পরে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া দুপুর বারোটার দিকে সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ার পর বিক্ষুব্ধরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

(টিবি/এসপি/নভেম্বর ১০, ২০২২)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test