E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জামালপুরে ডিজিটাল সেবার একযুগ পূর্তি

২০২২ নভেম্বর ১১ ১৬:০৭:৫৩
জামালপুরে ডিজিটাল সেবার একযুগ পূর্তি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে জেলা পর্যায়ে ডিজিটাল সেন্টারের মাধ্যমে সেবাদান কার্যক্রমের একযুগ পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মোক্তার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ মো. আতিকুর রহমান ছানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জামালপুর মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটুস লরেন্স চিরান ও প্রোগ্রামার ফুয়াদ মাহমুদ খান প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি ইউনিয়নে ডিজিটাল উদ্যোক্তাগণ হলেন সরকারের মাঠ পর্যায়ের অত্যন্ত গুরুত্বপুর্ণ সহযোদ্ধা। তাদের সহযোগিতায় গ্রামপর্যায়ে সরকারের বিভিন্ন সরকারি সেবাসমূহ খুব সহজে, কম খরচে ও দ্রুততম সময়ের মাধ্যমে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।

তিনি বলেন ২০৪১ সালের মধ্যে উন্নত বিশ্ব প্রতিষ্ঠা ও উন্নত ডিজিটাল সেবা প্রদানে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

(আরআর/এসপি/নভেম্বর ১১, ২০২২)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test