E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শৈলকুপায় চুরির ঘটনায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কলা ব্যবসায়ী নিহত

২০২২ নভেম্বর ১৪ ১৬:০০:৩৮
শৈলকুপায় চুরির ঘটনায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে কলা ব্যবসায়ী নিহত

শেখ ইমন, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে সাইদ বিশ্বাস (৪০) নামের এক কলা ব্যবসায়ী নিহত হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কেষ্টপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয় বলে জনা গেছে। নিহত সাইদ বিশ্বাস কেষ্টপুর গ্রামের মৃত জাবেদ বিশ্বাসের ছেলে। 

১৩নং উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, গত বৃহস্পতিবার কেষ্টপুর গ্রামের দেব প্রসাদের পানের বরজে চুরির ঘটনায় এক ব্যক্তিকে জরিমানা করার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জেরে সোমবার সকালে কেষ্টপুর গ্রামের তরিকুল নামের এক ব্যক্তি বিএলকে বাজারে আসলে তার উপর হামলা চালায় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিলবিশ্বাসের সমর্থকরা।

এ ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার সকাল ৯টার দিকে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান সমর্থক ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাসের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাইদ বিশ্বাস, শরিফুল ইসলাম, রেজাউল বিশ্বাস, গোলাম কিবরিয়া, শরিফ, বকুল ইসমাইল সহ ১০ ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে সাইদবিশ্বাসকেঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান ইউপি সদস্য আব্দুল মান্নান।

তিনি আরো জানান, সোমবার সকালে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাসসমর্থক কেষ্টপুর গ্রামের হানিফ মন্ডল, লক্ষণদিয়া গ্রামের মতিউর রহমান, আমিন উদ্দিন, বেষ্টপুর গ্রামের আফজাল আনোয়ার সহ কয়েকজন মিলে বিএলকে বাজারের তরিকুলের উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনায় আহত তরিকুলকে সাইদ সহ কয়েকজন তার বাড়িতে দেখতে গেলে পূনরায় অতর্কিত হামলা চালায় কপিল সমর্থকরা।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য কপিলবিশ্বাসবলেন, মান্নান সমর্থকরা তার সমর্থকদের উপর হামলা চালায়। এরপর সংঘর্ষের ঘটনা ঘটে।

শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, কেষ্টপুর গ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে সাইদ নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সংঘর্ষকারীদের ধরতে এলাকায় অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।

(এসআই/এসপি/নভেম্বর ১৪, ২০২২)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test