E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

২০২২ নভেম্বর ১৪ ১৬:০৩:৫৪
রাজবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রাজবাড়ী জেলা প্রতিনিধি : রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সোমবার (১৪ নভেম্বর) সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা এ সভা অনুষ্ঠিত হয়। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন,সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীব, গোয়েন্দা সংস্থা এনএসআই’র নবাগত উপ-পরিচালক মোঃ কামাল আহম্মেদ, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সাহাবুদ্দীন, জেল সুপার মোহাম্মদ আব্দুর রহিম, আনসার ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, জেলা তথ্য অফিসার শাহিন মিয়া, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম ও রাজবাড়ী বিদ্যুৎ সরবরাহ ওজিপাডিকোর নির্বাহী প্রকৌশলী মামুন আব্দুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ ও বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট (ইভটিজিং, খাদ্যে ভেজালবিরোধী অভিযান প্রভৃতি) পরিচালনা, চোরাচালান বিরোধী অভিযান, মাদক বিরোধী অভিযান পরিচালনা, জেলায় জঙ্গিবাদ দমনে জনসচেতনতা সৃষ্টি ও সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক আবু কায়সার খান তার বক্তব্যে বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে যতটা সম্ভব মিতব্যয়ী হতে হবে। মাদকের ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রয়োজন অনুযায়ী দ্রব্য ক্রয় করতে হবে। পাসপোর্ট অফিস, বিআরটিএসহ সব সরকারী দপ্তরকে বলবো হাসি মুখে সেবা দিতে।

(এমজি/এসপি/নভেম্বর ১৪, ২০২২)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test