E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুরে বেয়াইনের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

২০১৪ অক্টোবর ১৫ ১৩:০৩:২৬
চাঁদপুরে বেয়াইনের ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে বেয়াইনের (ভাবির বোন) ছুরিকাঘাতে আহত এক যুবক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শাহাদাত হোসেন (২০) নামে ওই যুবক বুধবার ভোরে মারা যান।

শাহাদাত হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় স্বর্ণকলি স্কুলের পেছনের তালুকদার বাড়ির আবদুর রবের ছেলে।

এদিকে শাহাদাতের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে খুনীদের গ্রেফতারের দাবিতে বুধবার সকাল থেকে ৩ ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী। এ ছাড়া উত্তেজিত এলাকাবাসী ঘাতক ভাবির দুই বোনের বসতঘর ভাঙচুর করেছে।

শাহাদাতের চাচাতো বোন ফরিদা বলেন, ‘পারিবারিক কলহের জের ধরে শনিবার মাগরিবের আযানের পরপর প্রবাসী মাঈনুদ্দীনের স্ত্রী মিনু বেগম ও তার বোন লিপি বেগম দেবর শাহাদাতের দুই হাত ধরে রাখেন। আর ছোট বোন কেয়া ঘর থেকে ছুরি এনে শাহাদাতের বুকে আঘাত করেন। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে তিনি মারা যান।’

এ ঘটনায় নিহত শাহাদাতের বাবা আবদুর রব বাদী হয়ে হাজীগঞ্জ থানায় তিন বোনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এইচএম মাহমুদ বলেন, ‘খুনীদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

ঘটনাস্থল পরিদর্শন শেষে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। খুনীদের দ্রুত গ্রেফতার করা হবে। উত্তেজিত জনতাকে শান্ত করে সড়ক অবরোধ তুলে দেওয়া হয়েছে।’

(পিসি/এইচআর/অক্টোবর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test