E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাপাহারে শিশু শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বিতরণ

২০২২ নভেম্বর ১৬ ১৬:৩৬:৩২
সাপাহারে শিশু শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই বিতরণ

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর সাপাহারে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ ভিত্তিক  বই বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে  ইউএনও আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে বইগলো বিতরন করা হয়। ছোটদের বঙ্গবন্ধু, ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস ও ছোটদের ভাষা আন্দোলনের ইতিহাস এই বইগুলো পড়ার মাধ্যমে কোমলমতি শিশু শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধকে জানবে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করার লক্ষে উপজেলার ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২শ’ ৮৮টি বই বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, সহকারী শিক্ষা অফিসার অসিম কুমার সাহা, সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সরকার সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রাথমিক শিক্ষা পদক- ২০২২ রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনকে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।

(বিএস/এসপি/নভেম্বর ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test