E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মধুখালীতে চিরনিদ্রায় শায়িত হলেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ

২০২২ নভেম্বর ১৬ ১৮:২৬:৫৮
মধুখালীতে চিরনিদ্রায় শায়িত হলেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ

মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাদিকুর রহমান সাজ্জাদ রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিসহ হাজারো মানুষের ভালবাসা আর শ্রদ্ধায় চিরনিদ্রয়া শায়িত হলেন পারিবারিক গোরস্থান পশ্চিম আড়পাড়া জাবালে নুর জামে মসজিদের পাশে। 

আজ বুধবার বেলা ১১টায় আড়পাড়া উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে হাজারো মানুষের অংশ গ্রহনে শ্রদ্ধা আর ভালবাসায় মধ্য দিয়ে তাঁর জানাজা নামাজ অনুিষ্ঠত হয়। সেখানে তাকে উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ও জেলা পরিষদের পক্ষ থেকে জেলা সদস্য আকরামুল করিম ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন। এর আগে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন।

জানা যায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্য্রন। আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেজাউল হক বকু, ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, জাকির হোসেন মোল্যা, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন, সাবেক চেয়ারম্যান ইসহাক আলী মোল্যা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান বাবু, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মিয়া সহ জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ বর্গ এবং উপজেলা সহ ইউনিয়নের নেতাকর্মী এবং জনসাধারন ।

উল্লেখ্য চলতি ঊয়রের ২৭ জুলাই ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন এবং ২৩ আগষ্ট শপথ গ্রহন করে কিডনি জনিত অসুস্থতার কারণে সাদিকুর রহমান সাজ্জাদ চিকিৎসার জন্য ভারতের দিল্লী ফকিরাবাদ কিডনী হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রবিবার ১৩ নভেম্বর তারিখ সকাল ১০.৩০ মিনিটের সময় দিল্লী ফকিরাবাদ কিডনী হাসপাতালে তাঁর মৃত্যু হয়। মঙ্গলবার রাতে তার লাশ নিজ গ্রামের বাড়ীতে আসে।

সাদিকুর রহমান সাজ্জাদ ১৯৭৫ সালে মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের পশ্চিম আড়পাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মা, স্ত্রী, ২ মেয়ে ১ ছেলে দুই ভাই, ১বোন, সহ অনেক গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে যান।

(এম/এসপি/নভেম্বর ১৬, ২০২২)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test