E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে বিনা লাইসেন্সে ওষুধ বিক্রির দায়ে জরিমানা

২০১৪ অক্টোবর ১৫ ১৫:৪০:৪৩
শাহজাদপুরে বিনা লাইসেন্সে ওষুধ বিক্রির দায়ে জরিমানা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বুধবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামিম আহমেদ শাহজাদপুরের বিভিন্ন স্থানে আটটি ওষুধের দোকানে ড্রাগ লাইসেন্স ছাড়া ও নিয়ম বর্হিভূতভাবে ওষুধ বিক্রির অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।

এছাড়া ওই সকল দোকনিকে বিনা লাইসেন্সে ওষুধ বিক্রি না করার জন্য সর্তক করে দেওয়া হয়েছে। এ সময় সিরাজগঞ্জ জেলার ড্রাগ সুপার ডাক্তার আহসান হাবিব সঙ্গে ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার শামিম আহমেদ জানান, অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে শাহজাদপুরের পারকোলা বাজার ও বাঘাবাড়ি নৌবন্দর এলাকায় বিনা লাইসেন্সে ওষুধ ব্যবসায়ীরা ওষুধ বিক্রি করে আসছে।

ভ্রাম্যমাণ আদালত বুধবার সকালে পারকোলা বাজারে অভিযান চালিয়ে মোস্তফা আকন্দকে ৩ হাজার টাকা, আফজাল হোসেনকে ১ হাজার টাকা, নাসিম উদ্দিনকে ২ হাজার টাকা, সুকুমার চন্দ্রশীলকে ১ হাজার টাকা ও বাঘাবাড়ি বন্দর এলাকার ওষুধ ব্যবসায়ী মিলন জোয়ার্দারকে ৩ হাজার টাকা, জাহিদুল ইসলামকে ১ হাজার টাকা, হাফিজুর রহমানকে ২ হাজার টাকা, আবদুল্লাহকে ১ হাজার টাকা ও রিয়াজ উদ্দিনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে গত মঙ্গলবার শাহজাদপুরে জনৈক গৃহবধুকে উত্যক্ত করার দায়ে ইব্রাহীম (২২) কে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামিম আহমেদ ১ বছরের সাজা দিয়েছেন। সে শাহজাদপুর পৌর সদর পুকুরপাড় গ্রামের হোসেন আলীর পুত্র।

(এআরপি/এএস/অক্টোবর ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test